৩০শে ডিসেম্বরের মধ্যে পুরানো নোটে একটি অ্যাকাউন্টে শুধু একবারই ৫ হাজারের বেশী টাকা জমা দেওয়া যাবে : রিজার্ভ ব্যাঙ্ক

৩০শে ডিসেম্বরের মধ্যে পুরানো ৫০০ ও ১০০০ টাকার নোটে একটি অ্যাকাউন্টে কেবল মাত্র একবারই ৫ হাজার টাকার বেশী টাকা জমা দেওয়া যাবে বলে আজ জানিয়ে দিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। অর্থাত্, আগামী ৩০শে ডিসেম্বরের মধ্যে একটি অ্যাকাউন্টে একাধিক বার ৫ হাজারের বেশী টাকা জমা দেওয়া যাবে না।

Updated By: Dec 19, 2016, 02:51 PM IST
৩০শে ডিসেম্বরের মধ্যে পুরানো নোটে একটি অ্যাকাউন্টে শুধু একবারই ৫ হাজারের বেশী টাকা জমা দেওয়া যাবে : রিজার্ভ ব্যাঙ্ক

ওয়েব ডেস্ক: ৩০শে ডিসেম্বরের মধ্যে পুরানো ৫০০ ও ১০০০ টাকার নোটে একটি অ্যাকাউন্টে কেবল মাত্র একবারই ৫ হাজার টাকার বেশী টাকা জমা দেওয়া যাবে বলে আজ জানিয়ে দিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। অর্থাত্, আগামী ৩০শে ডিসেম্বরের মধ্যে একটি অ্যাকাউন্টে একাধিক বার ৫ হাজারের বেশী টাকা জমা দেওয়া যাবে না।

আরও পড়ুন- বিপিন রাওয়াতকে আর্মি চিফ হিসাবে নিয়োগ করার কারণ

প্রসঙ্গত, গত ৮ই নভেম্বর রাত আটটার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলতি ৫০০ ও ১০০০ টাকার নোটকে বাতিল বলে ঘোষণা করে দেন। এর পর থেকেই বারংবার বিভিন্ন সময় পদক্ষেপ বদলেছে শীর্ষ ব্যাঙ্ক। প্রতিবারই বলা হয়েছে কালো টাকায় রাশ টানতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন- নোট বাতিলের ফলে বেশকিছু প্রভাবশালী ব্যক্তি ফকির হয়েছেন : পর্রিকর

.