অভিনন্দকে অভ্যর্থনা জানাতে ওয়াঘা সীমান্তে হাজির থাকব, মোদীকে টুইট কংগ্রেসি মুখ্যমন্ত্রীর
টুইটে অমরিন্দর সিং লিখেছেন, 'প্রিয় নরেন্দ্র মোদী জি, আমি লাগাতার পঞ্চাবের সীমান্তবর্তী এলাকাগুলি সফর করছি। বর্তমানে আমি অমৃত্সরে রয়েছি। আমি জানিতে পেরেছি যে পাকিস্তান সরকার উইং কম্যান্ডার অভিনন্দনকে মুক্তি দিতে চলেছে। আমি তাঁকে অভ্যর্থনা জানাতে ওয়াঘা সীমান্তে উপস্থিত হতে পারলে গর্বিত হব।'
নিজস্ব প্রতিবেদন: কিছুক্ষণের মধ্যেই ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে ফিরবেন পাকিস্তানের হাতে বন্দি উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান। আটারি - ওয়াঘা সীমান্তে তাঁকে ভারতীয় কর্তৃপক্ষের হাতে তুলে দেবেন পাকিস্তানের আধিকারিকরা। ওয়াঘা সীমান্তে অভিনন্দনকে অভ্যর্থনা জানাতে হাজির থাকবেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে এক টুইটে অমরিন্দর সিং লেখেন, 'আমি উইং কম্যান্ডার অভিনন্দনকে অভ্যর্থনা জানাতে ওয়াঘা যাব। এটা আমার জন্য গর্বের বিষয়।'
টুইটে অমরিন্দর সিং লিখেছেন, 'প্রিয় নরেন্দ্র মোদী জি, আমি লাগাতার পঞ্চাবের সীমান্তবর্তী এলাকাগুলি সফর করছি। বর্তমানে আমি অমৃত্সরে রয়েছি। আমি জানিতে পেরেছি যে পাকিস্তান সরকার উইং কম্যান্ডার অভিনন্দনকে মুক্তি দিতে চলেছে। আমি তাঁকে অভ্যর্থনা জানাতে ওয়াঘা সীমান্তে উপস্থিত হতে পারলে গর্বিত হব।' অমরিন্দর সিং জানিয়েছেন, উইং কম্যান্ডার অভিনন্দন ও তাঁর বাবা যে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির ছাত্র, সেই একই প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিয়েছিলেন তিনিও।
আজ দেশে ফিরছেন অভিনন্দন, ওয়াঘা সীমান্তে অপেক্ষায় বায়ুসেনার প্রতিনিধি দল
বলে রাখি, ভারত-পাক সীমান্তে উত্তেজনা বাড়ার পর লাগাতার সীমান্তবর্তী অঞ্চলগুলি পরিদর্শন করছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। ওদিকে এদিনই আটারি - ওয়াঘা সীমান্ত দিয়ে উইং কম্যান্ডার অভিনন্দনকে ভারতের হাতে তুলে দেবে পাকিস্তান। সেখানে ভারতের এই বীর সেনানিকে সেলাম জানাতে ভরপুর আয়োজন হয়েছে।