ছাদ নেই দাঙ্গা প্রভাবিতদের মাথায়, নিরাপত্তা মূল অভিযুক্তকে!
এন ডিএ সরকারের সিদ্ধান্ত। মুজফফরনগর দাঙ্গার মূল অভিযুক্ত বি জে পি বিধায়ক সঙ্গীত সোমকে Z+ নিরাপত্তা দেওয়ার সরকারি সিদ্ধান্তে সমালোচনার ঝড়। বিতর্কের ঝর রাজনৈত মহলে।
নয়াদিল্লি: এন ডিএ সরকারের সিদ্ধান্ত। মুজফফরনগর দাঙ্গার মূল অভিযুক্ত বি জে পি বিধায়ক সঙ্গীত সোমকে Z+ নিরাপত্তা দেওয়ার সরকারি সিদ্ধান্তে সমালোচনার ঝড়। বিতর্কের ঝর রাজনৈত মহলে।
কংগ্রেস মুখপাত্র মনিষ তিওয়ারি বলেন, ""যারা দাঙ্গায় প্রভাবিত, তাঁদের মাথায় ছাদ নেই। অথচ যারা এই দাঙ্গার জন্য দায়ী, সরকার তাঁদের Z+ নিরাপত্তা দিচ্ছে! এর থেকে বেদনাদায়ক কী হতে পারে?''
অন্য আর এক কংগ্রে নেতা রশিদ আলভির কথায়, ""আমি হবাক হচ্ছি। যে ব্যক্তির বিরুদ্ধে সাম্প্রদায়িক দাঙ্গা ঘটানোর অভিযোগ রয়েছে। তাঁদের নিরাপত্তা দেওয়ার কী মানে? আমি এর নিন্দা করছি।''
তারিক আনোয়ার, নেশানাল কংগ্রেস পার্টির নেতা বলেন, ""যারা সাম্প্রদায়িক দঙ্গা ছড়ায়, তাঁকে Z+ নিরাপত্তা দেওয়ার যৌক্তিকতা কী?'' এই ঘটনা একমাত্র বিজেপি শাসনেই হতে পারে বলে সমালোচনা করেন আনোয়ার। সঙ্গীত সোমকে নিরাপত্তা দেওয়ার সমালোচনা করছে সমাজবাদী পার্টিও।