পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি বিএসএফ প্রধানের

টানা ৪৭ দিন ধরে সীমান্তে গুলি চালাচ্ছে পাকিস্তান। কড়া ভাষায় জবাব দেওয়ার সিদ্ধান্ত নিল বি এস এফ। মঙ্গলবার বিএসএফ ডি জি পাঠকের হুঁশিয়ারি , ""পাকিস্তান কোনও প্ররোচনা ছাড়াই গুলি চালানোর জবাব দিতে ভারত প্রস্তুত। যথা সময় পাকিস্তান তার জবাব পাবে।''

Updated By: Aug 26, 2014, 03:11 PM IST
পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি বিএসএফ প্রধানের

নয়াদিল্লি: টানা ৪৭ দিন ধরে সীমান্তে গুলি চালাচ্ছে পাকিস্তান। কড়া ভাষায় জবাব দেওয়ার সিদ্ধান্ত নিল বি এস এফ। মঙ্গলবার বিএসএফ ডি জি পাঠকের হুঁশিয়ারি , ""পাকিস্তান কোনও প্ররোচনা ছাড়াই গুলি চালানোর জবাব দিতে ভারত প্রস্তুত। যথা সময় পাকিস্তান তার জবাব পাবে।''

দিন কতক হল সেনা ছাউনির সঙ্গে সঙ্গে সীমান্ত লাগোয়া গ্রাম গুলিকেও নিশানা বানাচ্ছে পাক সেনা। জনজীবন বিপর্যস্ত হচ্ছে সীমান্ত লাগোয়া গ্রামগুলিতে। পাঠক এও জানান, ""সীমান্তের কাছেই লঞ্চ প্যাড গুলি রয়েছে। আমরা শান্তি চাই , কিন্তু আক্রান্ত হলে জবাব দেব।''

মঙ্গলবারই তিন সেনা প্রধানের সঙ্গে বৈঠকে বসছেন প্রতিরক্ষা মন্ত্রী অরুণ জেটলি। সীমান্ত সুরক্ষা  নিয়ে বিস্তারে আলোচনা হবে। এই পরিস্থিতিতে পাক হামলার কড়া জাবাব দেওয়ারই বার্তা দেওয়া হতে পারে কেন্দ্রীয় মন্ত্রকের পক্ষ থেকে।

 

.