Pak Actress Complain Against Modi: পাক অভিনেত্রীর নিশানায় মোদী, পুলিসের কাছে অভিযোগ করতে চান সেহার! কি বলল দিল্লি পুলিস?

পাকিস্তানের দুর্নীতি বিরোধী সংস্থা মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করার পরে খান সমর্থক এবং পুলিসের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয় যাতে অন্তত একজন বিক্ষোভকারীর মৃত্যু হয়। এরপরেই শিনওয়ারীর ট্যুইটটি আসে।

Updated By: May 10, 2023, 04:49 PM IST
Pak Actress Complain Against Modi: পাক অভিনেত্রীর নিশানায় মোদী, পুলিসের কাছে অভিযোগ করতে চান সেহার! কি বলল দিল্লি পুলিস?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দিল্লি পুলিস মঙ্গলবার পাকিস্তানি অভিনেত্রী সেহার শিনওয়ারিকে উত্তর দিয়েছে। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা R&AW প্রধানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে চেয়েছিলেন। তিনি বলেন, ‘আমার দেশে বিশৃঙ্খলা ও সন্ত্রাসবাদ ছড়ানোর’ অভিযোগে অভিযোগ দায়ের করতে চান তিনি।

পাকিস্তানের দুর্নীতি বিরোধী সংস্থা মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করার পরে খান সমর্থক এবং পুলিসের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয় যাতে অন্তত একজন বিক্ষোভকারীর মৃত্যু হয়। এরপরেই শিনওয়ারীর ট্যুইটটি আসে।

পাকিস্তানি অভিনেত্রী ট্যুইট করেছেন, ‘কেউ দিল্লি পুলিসের অনলাইন লিঙ্ক জানেন? আমাকে ভারতীয় প্রধানমন্ত্রী এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা RAW-এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে হবে যারা আমার দেশ পাকিস্তানে বিশৃঙ্খলা ও সন্ত্রাসবাদ ছড়াচ্ছে। যদি ভারতীয় আদালত স্বাধীন হয় (যেমন তারা দাবি করে) তাহলে আমি নিশ্চিত ভারতীয় সুপ্রিম কোর্ট আমাকে ন্যায়বিচার দেবে’।

আরও পড়ুন: Kerala Doctor Killed: হাসপাতালে পায়ের ক্ষতের ড্রেসিং করছিলেন তরুণী চিকিত্সক, তাঁকেই কুপিয়ে খুন করল যুবক

শিনওয়ারীর ট্যুইটের জবাবে দিল্লি পুলিস টুইট করেছে, ‘আমরা দুঃখিত যে আমাদের এখনও পাকিস্তানে এখতিয়ার নেই। কিন্তু, আপনার দেশে যখন ইন্টারনেট বন্ধ হয়ে গেছে তখন আপনি কীভাবে ট্যুইট করছেন তা জানতে চাই!’

পাকিস্তানের টেলিকমিউনিকেশন ওয়াচডগ বলেছে যে মোবাইল ডেটা পরিষেবাগুলি স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে স্থগিত করা হয়েছে, অন্যদিকে নেটব্লকস, একটি বিশ্বব্যাপী ইন্টারনেট মনিটর বলেছে যে ট্যুইটার, ফেসবুক এবং ইউটিউবে অ্যাক্সেস সীমাবদ্ধ করা হয়েছে।

প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল্লাহ ল্যাঙ্গোভ বলেছেন, দক্ষিণাঞ্চলীয় শহর কোয়েটায় সংঘর্ষে একজন বিক্ষোভকারী নিহত হয়েছেন এবং ছয় পুলিস কর্মকর্তাসহ ১২ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: বোনের জামায় লেগে প্রথম পিরিয়ডের রক্তের দাগ! দাদার হাতে নির্মম পরিণতি ১২ বছরের কিশোরীর

খানের গ্রেফতারের একদিন পরে শক্তিশালী সামরিক বাহিনী তাকে তিরস্কার করে। ইমরান খান বারবার একজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাকে তাঁর হত্যার চক্রান্ত করার চেষ্টা করার জন্য এবং গত বছর তাঁকে ক্ষমতা থেকে অপসারণের পিছনে প্রাক্তন সশস্ত্র বাহিনীর প্রধানকে অভিযুক্ত করার জন্য এই তিরস্কার করেছে।

পাকিস্তানের চারটি প্রদেশের মধ্যে তিনটিতে কর্তৃপক্ষ জরুরী অবস্থা জারি করে সব জমায়েত নিষিদ্ধ করেছে। যদিও তার আগেই খানের সমর্থকদের সঙ্গে পুলিসের সংঘর্ষের পর, শহরের প্রধান সড়ক অবরোধ করা হয় এবং লাহোর ও রাওয়ালপিন্ডিতে সামরিক ভবনে হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শী এবং তার দলের শেয়ার করা ভিডিয়ো থেকে এই ছবি দেখা গিয়েছে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.