আগামী ১৭ মে নেতাজির পরিবারের সঙ্গে বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী, দ্রুত ফাইল প্রকাশের আশ্বাস
নেতাজি সংক্রান্ত ফাইলগুলি প্রকাশ করা নিয়ে তত্পর হল কেন্দ্র। আগামী ১৭ মে নেতাজির পরিবারের সদস্যদের বৈঠকে ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেতাজি সংক্রান্ত ৪১টি ফাইল প্রকাশের দাবি তুলল লিগ্যাল এইড ফোরাম।
স্বাধীনতার পর টানা ২০ বছর নেতাজির পরিবারের ওপর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নজরদারির খবর ফাঁস হতেই সম্প্রতি চাঞ্চল্য ছড়ায়। নেতাজি সংক্রান্ত ফাইল প্রকাশের দাবিতে সরব হয় তাঁর পরিবার। জার্মানিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে একই দাবি পেশ করেন নেতাজির নাতি সূর্য বসু। সংশ্লিষ্ট সব বিষয় নিয়ে আলোচনার জন্যই নেতাজি পরিবারের সদস্যদের বৈঠকে ডেকেছেন প্রধানমন্ত্রী। নেতাজি সংক্রান্ত ফাইল নিয়ে সরব হল লিগ্যাল এইড ফোরাম। তাঁদের দাবি, উনিশশো পয়তাল্লিশ সালের পরেও তত্কালীন রাশিয়ায় নেতাজির অবস্থানের প্রমাণ মিলেছে।
নেতাজি গবেষক পূরবী রায়ও বিষয়টি নিয়ে সরব হয়েছেন। এই পর্যন্ত কেন্দ্রের কোনও সরকারই বিষয়টি নিয়ে তত্পর হয়নি বলে অভিযোগ। এবার মোদী সরকারের তত্পরতায় নেতাজিকে ঘিরে রহস্যের সেই জট খুলবে কি, উঠছে প্রশ্ন।