সোনিয়া গান্ধীকে বিতর্কিত মন্তব্যের জেরে ক্ষমা চাইলেন গিরিরাজ সিং

Updated By: Apr 20, 2015, 07:56 PM IST
সোনিয়া গান্ধীকে বিতর্কিত মন্তব্যের জেরে ক্ষমা চাইলেন গিরিরাজ সিং

সোনিয়া গান্ধীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জন্য লোকসভায় ক্ষমা চাইলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। গিরিরাজ সিং ও সঞ্জয় রাউতের বিতর্কিত মন্তব্যের জেরে আজ লোকসভায় মুলতুবি প্রস্তাব আনে কংগ্রেস। স্পিকার প্রশ্নোত্তর পর্ব স্থগিত  রাখতে রাজি না হলেও বিষয়টি উত্থাপনের অনুমতি দেন।

গিরিরাজকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার পাশাপাশি প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়ার দাবি তোলেন কংগ্রেস সাংসদ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তবে, সংসদ বিষয়ক মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়ার দাবি উড়িয়ে দিলে বাদানুবাদে জড়িয়ে পড়েন কংগ্রেস ও বিজেপি সাংসদরা। কুড়ি মিনিটের জন্য লোকসভার অধিবেশন মুলতুবি করে দিতে বাধ্য হন স্পিকার। পরে ফের অধিবেশন শুরু হলে ক্ষমা চান গিরিরাজ সিং।

 

.