দিল্লিতে শপথগ্রহণের অনুশীলন শুরু, আঁটসাট নিরাপত্তায় ঘোরানো হল রাস্তাঘাট

রাজধানীতে শুরু হল নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানের রিহার্সাল। এ দিন সকাল থেকেই রাষ্ট্রপতি ভবনের সামনের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। দিল্লির জনতাকে পায়ে হেঁটে বা বাইকে রাষ্ট্রপতি ভবনের সামনে দিয়ে যাতায়াত না করতে অনুরোধ করেছে দিল্লি পুলিস। শনি ও রবি দুদিন ধরে চলবে অনুশীলন পর্ব।

Updated By: May 24, 2014, 11:52 AM IST

রাজধানীতে শুরু হল নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানের রিহার্সাল। এ দিন সকাল থেকেই রাষ্ট্রপতি ভবনের সামনের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। দিল্লির জনতাকে পায়ে হেঁটে বা বাইকে রাষ্ট্রপতি ভবনের সামনে দিয়ে যাতায়াত না করতে অনুরোধ করেছে দিল্লি পুলিস। শনি ও রবি দুদিন ধরে চলবে অনুশীলন পর্ব।

সোমবার সন্ধে ৬টা নাগাদ শুরু হবে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। তার আগে বিকেল ৪টে থেকেই বন্ধ করে দেওয়া হবে রাজপথ(বিজয় চক থেকে রাষ্ট্রপতি ভবন), বিজয় চক ও তার উত্তর-দক্ষিণের ঝরনা এলাকা, সাউথ অ্যাভেনিউ মার্গ, নর্থ অ্যাভেনিউ মার্গ, ডালহৌসি রোড, চার্চ রোড। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, কূটনীতিক ও রাজনীতিকরা উপস্থিত থাকবেন মোদীর শপথ গ্রহমের অনুষ্ঠানে। সেই কারণেই নিরাপত্তা ব্যবস্থা কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি পুলিস।

এই সমস্ত রাস্তা বন্ধ করা ছাড়াও বিভিন্ন রাস্তা ঘুরিয়ে দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে দিল্লি পুলিস। রাইসিনা রোড(রেল ভবন থেরে সংসদ ভবনের দিকের আসেপাশের রাস্তা), পণ্ডিত পন্ত মার্গ(তালকাটারা থেকে সংসদ ভবনের আসেপাশের রাস্তা) ও কে কামরাজ মার্গ(কামরাজ মার্গ থেকে রাষ্ট্রপতি ভবনের আসেপাশের রাস্তা)। এছাড়াও মোতিলাল নেহরু মার্গ(উদ্যোগ ভবন থেকে আর পি ভবনের রাস্তা), ই-ব্লক, সিকিউরিটি লাইনস রোড, মাদার টেরেসা ক্রেসেন্ট, সরদার পটেল মার্গ, বিনয় মার্গ, শঙ্কর রোড ও আরএমএ হাসপাতালের আসেপাশের রাস্তাও ঘুরিয়ে দেওয়া হয়েছে।

বিভিন্ন রাস্তায় লাগানো হয়েছে পথনির্দেশকারী বোর্ড।

সোমবার সন্ধে ৬টা নাগাদ শুরু হবে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। তার আগে বিকেল ৪টে থেকেই বন্ধ করে দেওয়া হবে রাজপথ(বিজয় চক থেকে রাষ্ট্রপতি ভবন), বিজয় চক ও তার উত্তর-দক্ষিণের ঝরনা এলাকা, সাউথ অ্যাভেনিউ মার্গ, নর্থ অ্যাভেনিউ মার্গ, ডালহৌসি রোড, চার্চ রোড। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, কূটনীতিক ও রাজনীতিকরা উপস্থিত থাকবেন মোদীর শপথ গ্রহমের অনুষ্ঠানে। সেই কারণেই নিরাপত্তা ব্যবস্থা কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি পুলিস।

এই সমস্ত রাস্তা বন্ধ করা ছাড়াও বিভিন্ন রাস্তা ঘুরিয়ে দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে দিল্লি পুলিস। রাইসিনা রোড(রেল ভবন থেরে সংসদ ভবনের দিকের আসেপাশের রাস্তা), পণ্ডিত পন্ত মার্গ(তালকাটারা থেকে সংসদ ভবনের আসেপাশের রাস্তা) ও কে কামরাজ মার্গ(কামরাজ মার্গ থেকে রাষ্ট্রপতি ভবনের আসেপাশের রাস্তা)। এছাড়াও মোতিলাল নেহরু মার্গ(উদ্যোগ ভবন থেকে আর পি ভবনের রাস্তা), ই-ব্লক, সিকিউরিটি লাইনস রোড, মাদার টেরেসা ক্রেসেন্ট, সরদার পটেল মার্গ, বিনয় মার্গ, শঙ্কর রোড ও আরএমএ হাসপাতালের আসেপাশের রাস্তাও ঘুরিয়ে দেওয়া হয়েছে।

বিভিন্ন রাস্তায় লাগানো হয়েছে পথনির্দেশকারী বোর্ড।

.