কেমন হবে মোদীর মন্ত্রিসভা? রাজধানীর অলিন্দে জল্পনা তুঙ্গে

কেমন হবে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা? রাজধানীর অলিন্দে তা নিয়ে জল্পনা এখন তুঙ্গে। মোদী নিজে ছোট মন্ত্রিসভা চাইলেও, শিবসেনা, টিডিপি, এলজেপির মতো শরিক দলগুলি সকলেই কেন্দ্রে ভাল মন্ত্রক পেতে চাইছে। স্বাভাবিক ভাবেই মন্ত্রিসভা গঠন নিয়ে আলোচনা আরও জোরদার হয়েছে। উঠে আসছে নানা সমীকরণ। কেন্দ্রে মন্ত্রিসভা গঠন নিয়ে তত্পরতা তুঙ্গে। কাকে কোন দায়িত্বে রাখা যায়, তা স্থির করতে পদ্মশিবিরে এখন জোর আলোচনা। ঘন ঘন বৈঠকে বসছেন বিজেপির শীর্ষ নেতারা। বিজেপির ঘনিষ্ঠ সূত্রে খবর,

Updated By: May 23, 2014, 09:04 PM IST

কেমন হবে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা? রাজধানীর অলিন্দে তা নিয়ে জল্পনা এখন তুঙ্গে। মোদী নিজে ছোট মন্ত্রিসভা চাইলেও, শিবসেনা, টিডিপি, এলজেপির মতো শরিক দলগুলি সকলেই কেন্দ্রে ভাল মন্ত্রক পেতে চাইছে। স্বাভাবিক ভাবেই মন্ত্রিসভা গঠন নিয়ে আলোচনা আরও জোরদার হয়েছে। উঠে আসছে নানা সমীকরণ। কেন্দ্রে মন্ত্রিসভা গঠন নিয়ে তত্পরতা তুঙ্গে। কাকে কোন দায়িত্বে রাখা যায়, তা স্থির করতে পদ্মশিবিরে এখন জোর আলোচনা। ঘন ঘন বৈঠকে বসছেন বিজেপির শীর্ষ নেতারা। বিজেপির ঘনিষ্ঠ সূত্রে খবর,

অর্থমন্ত্রী হতে পারেন সুব্রহ্মণ্যম স্বামী
প্রতিরক্ষা মন্ত্রী হতে পারেন সুষমা স্বরাজ
স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব পেতে পারেন রাজনাথ সিং
এনডিএ-র আহ্বায়ক হতে পারেন লালকৃষ্ণ আডবাণী
লোকসভার অধ্যক্ষ হতে পারেন মুরলী মনোহর জোশী
নির্বাচনে হেরে গেলেও, বিদেশমন্ত্রী হিসেবে অরুণ জেটলির নাম ঘোষণা করতে পারে দল
রেলমন্ত্রী হতে পারেন বেঙ্কাইয়া নায়ডু
স্বাস্থ্যমন্ত্রী হতে পারেন দিল্লির চাঁদনিচকের সাংসদ হর্ষ বর্ধন
রবিশঙ্কর প্রসাদকে আইনমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে
নগরোন্নয়ন মন্ত্রী হতে পারেন নীতিন গড়করি
গ্রামোন্নয়ন মন্ত্রী হতে পারেন অনন্ত গীতে
বিমান পরিবহণ মন্ত্রকের দায়িত্ব পেতে পারেন বিজেপির সংখ্যালঘু মুখ শাহনওয়াজ হুসেন
সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের দায়িত্ব পেতে পারেন মুখতার আব্বাস নকভি

মন্ত্রিসভা গঠনে গুরুত্ব দেওয়া হচ্ছে মহিলা সাংসদদেরও।

মীনাক্ষি লেখি সংস্কৃতি, অনুপ্রিয়া প্যাটেল নারী ও শিশু উন্নয়ন এবং সুমিত্রা মহাজন সংসদ বিষয়ক মন্ত্রকের দায়িত্ব পেতে পারেন

পিছিয়ে নেই এনডিএ শরিকরাও। মোদী নিজে ছোট মন্ত্রিসভা চাইলেও, ভোটের ফল ভাল হওয়ায়, শরিকদলের নেতারাও সরকারে ভাল জায়গা নিতে চাইছেন।

লোকজনশক্তি পার্টির প্রধান রামবিলাস পাসোয়ানকে পেট্রোলিয়াম মন্ত্রকের দায়িত্ব দেওয়া হতে পারে

আগামী রবিবার নরেন্দ্র মোদী এবং বিজেপির অন্যান্য শীর্ষ নেতার সঙ্গে আলোচনায় বসবেন তেলগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নায়ডু। মন্ত্রিসভায় টিডিপি সাংসদদের জন্য ভাল জায়গা নিশ্চিত করতে চান তিনিও। সব মিলিয়ে মন্ত্রিসভা গঠনকে ঘিরে রাজধানীর অলিন্দ এখন সরগরম।

.