২ কোটি চাকরি কোথায় গেল, মোদীকে নিশানা মনমোহনের
কাশ্মীরের পরিস্থিতি খারাপ হওয়ার জন্য মোদী সরকারকেই দায়ি করেন মনমোহন
নিজস্ব প্রতিবেদন: বেকার যুবকদের জন্য ২ কোটি চাকরির প্রতিশ্রুতি কোথায় গেল? রবিবার কংগ্রেসের প্লেনারি অধিবেশন থেকে প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করলেন মনমোহন সিং। শুধু তাই নয় কাশ্মীরের পরিস্থিতি খারাপ হওয়ার জন্য এনডিএ সরকারকেই দায়ি করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী।
When Modi ji was campaigning he made lots of tall promises, those promises have not been fulfilled. He said we will provide 2 crore jobs, we have not seen even 2 lakh jobs: Dr.Manmohan Singh at #CongressPlenary pic.twitter.com/3robxOvYTi
— ANI (@ANI) March 18, 2018
মনমোহন সিং এদিন বলেন, ‘নির্বাচনী প্রচারের সময়ে মোদীজি অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন। ওইসব কথার কোনওটাই রাখেনি মোদীজি। উনি বলেছিলেন দেশে ২ কোটি মানুষকে চাকরি দেবেন। কিন্তু এখনও পর্যন্ত ২ লাখ চাকরিও হয়নি।’
আরও পড়ুন-ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাকিস্তানের, জম্মুতে মৃত্যু ৫ নাগরিকের
কাশ্মীরের পরিস্থিতি খারাপ হওয়ার জন্য মোদী সরকারকেই দায়ি করেন মনমোহন। তিনি বলেন, ‘কেন্দ্র যেভাবে কাশ্মীর পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছে তা সমস্যা আরও বাড়িয়ে দিয়েছে। কাশ্মীরের পরিস্থিতি দিনের পর দিন খারাপ হচ্ছে। কাশ্মীরের এরকম অবস্থা আগে কখনও হয়নি। এনডিএ আমলে একটা বিষয় স্পষ্ট যে সীমান্ত সুরক্ষিত নয়।’
শনিবারই প্লেনারি অধিবেশনে এনডিএ সরকারকে নিশানা করেন সোনিয়া গান্ধী। ইউপিএ চেয়ারপ্যার্সন এদিন বলেন, মনমোহন সিংয়ের আমলে বহু প্রকল্প হাতে নিয়েছিল ইউপিএ সরকার। এনডিএ আমলে সেইসব প্রকল্পকে দুর্বল করে দেওয়া হয়েছে। সোনিয়ার সেই কটাক্ষের পর ফের মোদী সরকারকে এবার নিশানা করলেন মনমোহন সিং।