ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাকিস্তানের, জম্মুতে মৃত্যু ৫ নাগরিকের
জম্মু ও কাশ্মীরের ডিজিপি এস পি বৈধ জানিয়েছেন, সকালে অতর্কিত হামলা চালিয়েছে পাক সেনা। আমরা তার জবাব দিয়েছি। পরিস্থিতি এখন স্বাভাবিক।
নিজস্ব প্রতিবেদন : পাক সেনার অতর্কিত গোলাবর্ষণে মৃত্যু হল ৫ ভারতীয় নাগরিকের। আহত আরও ২ জন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার সকালে জম্মুর পুঞ্চের বালাকোট সেক্টরে গোলাবর্ষণ শুরু করে পাকিস্তান। ভারতের তরফ থেকেও কড়া জবাব দেওয়া হচ্ছে। এখনও ওই এলাকায় পরিস্থিতি থমথমে।
#WATCH: Pakistan violates ceasefire in Balakote sector. #JammuAndKashmir (earlier visuals) pic.twitter.com/02lvon6MkM
— ANI (@ANI) March 18, 2018
সেনাবাহিনী সূত্রে খবর, রবিবার সকালে সীমান্ত বরাবর দেবতাধর গ্রাম লক্ষ্য করে গুলি ও মর্টার নিক্ষেপ করতে থাকে পাক সেনাবাহিনী। সেই সময় একটি শেল স্থানীয় বাসিন্দা চৌধুরী মহম্মদ রামজানের বাড়িতে এসে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় পরিবারের ৫ সদস্যের। আরও দু'জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জম্মু ও কাশ্মীরের ডিজিপি এস পি বৈধ জানিয়েছেন, সকালে অতর্কিত হামলা চালিয়েছে পাক সেনা। আমরা তার জবাব দিয়েছি। পরিস্থিতি এখন স্বাভাবিক।