ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাকিস্তানের, জম্মুতে মৃত্যু ৫ নাগরিকের

জম্মু ও কাশ্মীরের ডিজিপি এস পি বৈধ জানিয়েছেন, সকালে অতর্কিত হামলা চালিয়েছে পাক সেনা। আমরা তার জবাব দিয়েছি। পরিস্থিতি এখন স্বাভাবিক।

Updated By: Mar 18, 2018, 11:41 AM IST
ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাকিস্তানের, জম্মুতে মৃত্যু ৫ নাগরিকের

নিজস্ব প্রতিবেদন : পাক সেনার অতর্কিত গোলাবর্ষণে মৃত্যু হল ৫ ভারতীয় নাগরিকের। আহত আরও ২ জন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার সকালে জম্মুর পুঞ্চের বালাকোট সেক্টরে গোলাবর্ষণ শুরু করে পাকিস্তান। ভারতের তরফ থেকেও কড়া জবাব দেওয়া হচ্ছে। এখনও ওই এলাকায় পরিস্থিতি থমথমে।

 

সেনাবাহিনী সূত্রে খবর, রবিবার সকালে সীমান্ত বরাবর দেবতাধর গ্রাম লক্ষ্য করে গুলি ও মর্টার নিক্ষেপ করতে থাকে পাক সেনাবাহিনী। সেই সময় একটি শেল স্থানীয় বাসিন্দা চৌধুরী মহম্মদ রামজানের বাড়িতে এসে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় পরিবারের ৫ সদস্যের। আরও দু'জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জম্মু ও কাশ্মীরের ডিজিপি এস পি বৈধ জানিয়েছেন, সকালে অতর্কিত হামলা চালিয়েছে পাক সেনা। আমরা তার জবাব দিয়েছি। পরিস্থিতি এখন স্বাভাবিক।

.