কৈলাস যাত্রার জন্য লটারি

কৈলাস, মানস সরোবর যাত্রায় যাত্রী নির্বাচনে এবার অভিনব পদক্ষেপ করল বিদেশমন্ত্রক। এ বছর এই তীর্থ যাত্রার জন্য যাত্রী নির্বাচন করা হল লটারির মাধ্যমে। বৃহস্পতিবার কম্পিউটারের মাধ্যমে লটারি মারফত্‍ যাত্রী নির্বাচন করে বিদেশমন্ত্রক।

Updated By: Apr 12, 2012, 09:25 PM IST

কৈলাস, মানস সরোবর যাত্রায় যাত্রী নির্বাচনে এবার অভিনব পদক্ষেপ করল বিদেশমন্ত্রক। এ বছর এই তীর্থ যাত্রার জন্য যাত্রী নির্বাচন করা হল লটারির মাধ্যমে। বৃহস্পতিবার কম্পিউটারের মাধ্যমে লটারি মারফত্‍ যাত্রী নির্বাচন করে বিদেশমন্ত্রক।
এদিন লটারির মাধ্যমে যাত্রী নির্বাচনের অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদেশমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী প্রীণিত কউর। উদ্বোধন অনুষ্ঠান শেষে প্রীণিত কউর জানান, ``এই যাত্রা সম্পর্কে ভারতীয়দের আধ্যাত্মিক ও ধর্মীয় ভাবাবেগকেই বিশেষ গুরুত্ব দিয়েছে সরকার।`` লটারির মাধ্যমে যাত্রীদের ১৬টি দলের ৯০০ জনের নাম নির্বাচিত করা হয়। বাকিদের রাখা হয় ওয়েটিং লিস্টে।
প্রতি বছরই জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলে কৈলাস ও মানস সরোবর যাত্রা। শুরু হচ্ছে ১ জুন।   

.