এয়ার ইন্ডিয়ার পুনরুজ্জীবন প্রকল্পে কেন্দ্রীয় মন্ত্রিসভার শিলমোহর

ঋণের ভারে জর্জরিত এয়ার ইন্ডিয়া পুনরুজ্জীবন প্রকল্পে অনুমোদন করল কেন্দ্রীয় মন্ত্রিসভা। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি (সিসিইএ)-র একটি বৈঠকের পর একথা জানিয়েছেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী অজিত সিং।

Updated By: Apr 12, 2012, 04:29 PM IST

ঋণের ভারে জর্জরিত এয়ার ইন্ডিয়া পুনরুজ্জীবন প্রকল্পে অনুমোদন করল কেন্দ্রীয় মন্ত্রিসভা। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি (সিসিইএ)-র একটি বৈঠকের পর একথা জানিয়েছেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী অজিত সিং।
এয়ার ইন্ডিয়া`র পুনরুজ্জীবন প্রকল্পে ২০১২-১৩ অর্থবর্ষে ইতিমধ্যেই ৪০০০ কোটি টাকা ঘোষণা করেছে কেন্দ্র। এই ঘোষণার ফলে সংস্থার ইক্যুইটির পরিমাণ বেড়ে হবে ৭,৩৪৫ কোটি টাকা। ২৭টি বোয়িং ড্রিমলাইনার-৭৮৭ কেনার জন্য ২০০৫-এ একটি মার্কিন সংস্থাকে বরাত দিয়েছিল এয়ার ইন্ডিয়া। কিন্তু অর্থাভাবে সেগুলি কিনতে পারেনি এয়ার ইন্ডিয়া। সূত্রে খবর, বোয়িং ড্রিমলাইনার-৭৮৭ কেনার ব্যাপারেও আলোচনা হয়েছে মন্ত্রিসভায়। আগামী মাসেই সম্ভবত বিমানগুলি ভারতে চলে আসবে।
বর্তমানে এয়ার ইন্ডিয়া`র বকেয়া ঋণের পরিমাণ ৬৭,৫২০ কোটি টাকা। পুনরুজ্জীবন প্রকল্পে স্টেট ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ওরিয়েন্টাল ব্যাঙ্ক কমার্স সহ ১৪টি ব্যাঙ্ক থেকে ঋণ পাচ্ছে এয়ার ইন্ডিয়া।

.