উত্তর প্রদেশে বায়ুসেনার ঘাঁটিগুলিতে হামলার ছক কষেছে লস্কর, জারি হাই অ্যালার্ট

হামলার কথা মাথায় রেখে ভারত-নেপাল ৫৫০ কিলোমিটার সীমান্তে হাইঅ্যালার্ট জারি করা হয়েছে

Updated By: Nov 15, 2017, 04:46 PM IST
উত্তর প্রদেশে বায়ুসেনার ঘাঁটিগুলিতে হামলার ছক কষেছে লস্কর, জারি হাই অ্যালার্ট

নিজস্ব প্রতিবেদন: উত্তর প্রদেশে ভারতীয় বায়ুসেনা ঘাঁটিগুলিতে হামলার ছক কষেছে লস্কর-ই-তৈবা। এমনটাই মনে করছেন ‘র-এর গোয়েন্দারা।

গোয়েন্দাদের আশঙ্কা, ৬-৭ জন লস্কর জঙ্গির একটি দল পাঠানকোট ধাঁচে উত্তর প্রদেশে ভারতীয় বায়ুসেনার ঘাঁটিতে হামলা চালাতে পারে। জঙ্গিদের টার্গেটে রয়েছে গাজিয়াবাদের হিন্দন বায়ুসেনা ঘাঁটি।

উল্লেখ্য, বুধবার হিন্দন বায়ুসেনা ঘাঁটির দেওয়াল টপকে ভেতরে ঢোকার চেষ্টা করে এক ব্যক্তি। তাকে গুলি করে থামিয়েছে নিরাপত্তা রক্ষীরা। তবে এর সঙ্গে গোয়েন্দাদের এই রিপোর্টের কোনও সম্পর্ক নেই। মনে করা হচ্ছে আপাতত ওইসব জঙ্গিরা কাশ্মীরে ডোরা বেঁধে রয়েছে। এদের কাছে একে ৪৭ রাইফেল, গ্রেনেড, লঞ্চার ও হ্যান্ড গ্রেনেডের মতো অস্ত্র থাকতে পারে।

আরও পড়ুন-সমকামিতা ইস্যুতে রবিশঙ্করের বিরুদ্ধে বিস্ফোরক সোনম, আলিয়া

গোয়েন্দাদের অনুমান ভারতে তাদের চুপসে ‌যাওয়া ভাবমূর্তি চাঙ্গা করতে বড়সড় কোনও হামলা চালাতে মরিয়া লস্কর। এনিয়ে দেশ জুড়েই সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি, হামলার কথা মাথায় রেখে ভারত-নেপাল ৫৫০ কিলোমিটার সীমান্তে হাইঅ্যালার্ট জারি করা হয়েছে।

.