ভারতের দুই প্রধান দলের প্রতি তিতিবিরক্ত হয়েই মানুষ আপকে নির্বাচিত করেছে: কুলদীপ নায়ার

কংগ্রেস ও বিজেপির প্রতি তিতিবিরক্ত হয়েই মানুষ ভোট দিয়েছেন অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিকে। এমনটাই মত বিশিষ্ট সাংবাদিক কুলদীপ নায়ারের। তাঁর মতে, কিছুটা হলেও রাজনীতিতে নৈতিকতা আমদানি করতে পেরেছে আম আদমি পার্টি। সংসদে লোকপাল বিল পাসের জন্য আম আদমি পার্টিকেই কৃতিত্ব দিয়েছেন প্রবীণ এই সাংবাদিক।

Updated By: Dec 29, 2013, 11:44 AM IST

কংগ্রেস ও বিজেপির প্রতি তিতিবিরক্ত হয়েই মানুষ ভোট দিয়েছেন অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিকে। এমনটাই মত বিশিষ্ট সাংবাদিক কুলদীপ নায়ারের। তাঁর মতে, কিছুটা হলেও রাজনীতিতে নৈতিকতা আমদানি করতে পেরেছে আম আদমি পার্টি। সংসদে লোকপাল বিল পাসের জন্য আম আদমি পার্টিকেই কৃতিত্ব দিয়েছেন প্রবীণ এই সাংবাদিক।

১২৮ বছরের গ্রান্ড পার্টি। কংগ্রেসের `ক্ষমতা`, `দম্ভ`, `সাংগঠনিক ঐক্য` সবকিছুকে এক লহমায় চুরমার করে দিয়ে ক্ষমতায় এল একবছর বয়সের একটা রাজনৈতিক দল। দাবি, স্লোগান, প্রতিশ্রুতিতে দুর্নীতি মুক্ত শাসন ব্যবস্থা গোড়ার স্বপ্ন। যার মুখিয়া একজন প্রাক্তন আয়কর অফিসার। দেশ জুড়ে যখন মোদীর পক্ষে হাওয়াটা জোড়ালো, তখনও খোদ ভারতীয় রাজনৈতিক ইতিহাসের অভূতপূর্ব ঘটনটি ঘটল। যার পৃষ্ঠভূমি খোদ রাজধানী দিল্লি।

দিল্লি বিধানসভা নির্বাচনে ২৮টি আসন পেয়েছে আম আদমি পার্টি। গতকালই রামলীলা ময়দানে শপথ গ্রহণ করেছেন কেজরিওয়লা ও তাঁর মন্ত্রীরা।

.