কসাভের ফাঁসির উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্টে
আজমল কসাভের মৃত্যুদণ্ডাদেশ কার্যকরের উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। সোমবার প্রথম শুনানির পর এই আদেশ দেয় বিচারপতি আফতাব আলম ও রঞ্জনা প্রকাশ দেশাই-এর ডিভিশন বেঞ্চে।
আজমল কসাভের মৃত্যুদণ্ডাদেশ কার্যকরের উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। সোমবার প্রথম শুনানির পর এই আদেশ দেয় বিচারপতি আফতাব আলম ও রঞ্জনা প্রকাশ দেশাই-এর
ডিভিশন বেঞ্চে।
ছাব্বিশ-এগারো মুম্বই হামলায় একমাত্র জীবিত জঙ্গি কসাভ।
এর আগে নিম্ন আদালতের দেওয়া কসাভের মৃত্যুদণ্ডের আদেশ বহাল রেখেছিল বম্বে হাইকোর্ট।
একুশে ফেব্রুয়ারি হাইকোর্টের রায় বেরনোর পর তাকে চ্যালেঞ্জ জানিয়ে সর্বোচ্চ আদালতে আবেদন জানান কসাভের আইনজীবী।
ইউএপিএ আইনে দেশের বিরুদ্ধে যুদ্ধঘোষণা, ষড়যন্ত্র, হত্যা সহ আইপিসি-র একাধিক ধারায় অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
মুম্বই হামলার সঙ্গে যুক্ত অন্য দুই অভিযুক্ত ফাহিম আনসারি ও সাহাবুদ্দিন আহমেদ বেকসুর খালাস করে দিয়েছিল বম্বে হাইকোর্ট।
সেই রায়ের বিরুদ্ধে মহারাষ্ট্র সরকার সুপ্রিম কোর্টে আবেদন করে। এই আবেদনের ওপর শুনানির সঙ্গেই কসাভের মৃত্যুদন্ড মকুবের আবেদনটিও জুড়ে দেওয়ার আর্জি জানিয়েছিল মহারাষ্ট্র
সরকার। কিন্তু দুটি আবেদন একসঙ্গে শোনা হবে না বলে জানিয়ে দেয় সুপ্রিম কোর্ট।
আলাদাভাবে আজ কসাভের মামলাটির শুনানি হবে বলেও জানায় বিচারপতিদের বেঞ্চ।