সরকারি আধিকারিককে সপাটে চড় মেরে বিতর্কে কর্ণাটকের মুখ্যমন্ত্রী

সরকারি আধিকারিককে সপাটে চড় মেরে বিতর্কে কর্ণাটকের মুখ্যমন্ত্রী। যদিও, মুখ্যমন্ত্রীর মারের কথা অস্বীকার করলেন খোদ নিগৃহীত আধিকারিক A রমেশই। ঘটনা বেল্লারির। মিউনিসিপ্যাল কলেজ গ্রাউন্ডে উন্নয়ন প্রকল্পের উদ্বোধনে যান মুখ্যমন্ত্রী। তাঁকে দেখতে আসে হাজার হাজার মানুষ। ভিড় ও ঠেলাঠেলির মধ্যেই কেউ মুখ্যমন্ত্রীর পা মাড়িয়ে দেয়। রিফ্লেক্সে সেই ব্যক্তিকে সপাটে চড় কষিয়ে বসেন মুখ্যমন্ত্রী। সেই ছবি ধরা পড়েছে ক্যামেরায়। যদিও মার খাওয়া ব্যক্তি, A রমেশ যে উচ্চপদস্থ সরকারি আধিকারিক, মুখ্যমন্ত্রীর তখন তা জানা ছিল না। মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রে চড়ের কথা সরাসরি অস্বীকার করা হয়েছে। A রমেশও জানিয়েছেন, তাঁকে মুখ্যমন্ত্রী নাকি স্পর্শই করেনি। প্রশ্ন উঠছে, ভিডিও ফুটেজ কি মিথ্যে বলছে?

Updated By: Jan 16, 2016, 09:52 PM IST
সরকারি আধিকারিককে সপাটে চড় মেরে বিতর্কে কর্ণাটকের মুখ্যমন্ত্রী

ওয়েব ডেস্ক: সরকারি আধিকারিককে সপাটে চড় মেরে বিতর্কে কর্ণাটকের মুখ্যমন্ত্রী। যদিও, মুখ্যমন্ত্রীর মারের কথা অস্বীকার করলেন খোদ নিগৃহীত আধিকারিক A রমেশই। ঘটনা বেল্লারির। মিউনিসিপ্যাল কলেজ গ্রাউন্ডে উন্নয়ন প্রকল্পের উদ্বোধনে যান মুখ্যমন্ত্রী। তাঁকে দেখতে আসে হাজার হাজার মানুষ। ভিড় ও ঠেলাঠেলির মধ্যেই কেউ মুখ্যমন্ত্রীর পা মাড়িয়ে দেয়। রিফ্লেক্সে সেই ব্যক্তিকে সপাটে চড় কষিয়ে বসেন মুখ্যমন্ত্রী। সেই ছবি ধরা পড়েছে ক্যামেরায়। যদিও মার খাওয়া ব্যক্তি, A রমেশ যে উচ্চপদস্থ সরকারি আধিকারিক, মুখ্যমন্ত্রীর তখন তা জানা ছিল না। মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রে চড়ের কথা সরাসরি অস্বীকার করা হয়েছে। A রমেশও জানিয়েছেন, তাঁকে মুখ্যমন্ত্রী নাকি স্পর্শই করেনি। প্রশ্ন উঠছে, ভিডিও ফুটেজ কি মিথ্যে বলছে?

.