বাস্তবের পিপলি লাইভ, শ্রাদ্ধের আমন্ত্রণ জানিয়ে করলেন আত্মহত্যা!

আবার পিপলি লাইভ। এবার বাস্তবে। এবার পালিয়ে বাঁচার গল্প নয়, এবার জানিয়ে মরার। সবাইকে চোখে আঙুল দিয়ে বাস্তবটা দেখিয়ে দিতে নিমগাছে ডালে ঝুলেছেন মহারাষ্ট্রের চাষি শেষরাও। খরায় জ্বলে যাওয়া জমি-ঋণের বোঝা-সরকারের অকর্মন্যতা-আর বেঁচে থাকার অসম লড়াই-এ যুঝতে না পারার অক্ষমতা, সারা দেশকে জানাতে নিজের শ্রাদ্ধে আমন্ত্রণ জানিয়েছিলেন শেষরাও। শেষারওয়ের আত্মহত্যার আগে সবাই ভেবেছিল রসিকতা। নিম ডালে ঝোলা দেহ দেখে সবাই বুঝল চাষিদের সত্যিই দেখার কেউ নেই। সিনেমার পিপলি লাইভ মুক্তি পাওয়ার পরও অভাবের হাত থেকে মুক্তি পায়নি চাষিরা। এবার সিনেমার পর্দার থেকেও কাঁপিয়ে দেওয়া কাজ করে গেলেন শেষরাও। কিন্তু তাঁর মৃত্যুর পরও কি কেউ চাষিদের দেখবে!

Updated By: Jan 16, 2016, 07:40 PM IST
বাস্তবের পিপলি লাইভ, শ্রাদ্ধের আমন্ত্রণ জানিয়ে করলেন আত্মহত্যা!

ওয়েব ডেস্ক: আবার পিপলি লাইভ। এবার বাস্তবে। এবার পালিয়ে বাঁচার গল্প নয়, এবার জানিয়ে মরার। সবাইকে চোখে আঙুল দিয়ে বাস্তবটা দেখিয়ে দিতে নিমগাছে ডালে ঝুলেছেন মহারাষ্ট্রের চাষি শেষরাও। খরায় জ্বলে যাওয়া জমি-ঋণের বোঝা-সরকারের অকর্মন্যতা-আর বেঁচে থাকার অসম লড়াই-এ যুঝতে না পারার অক্ষমতা, সারা দেশকে জানাতে নিজের শ্রাদ্ধে আমন্ত্রণ জানিয়েছিলেন শেষরাও। শেষারওয়ের আত্মহত্যার আগে সবাই ভেবেছিল রসিকতা। নিম ডালে ঝোলা দেহ দেখে সবাই বুঝল চাষিদের সত্যিই দেখার কেউ নেই। সিনেমার পিপলি লাইভ মুক্তি পাওয়ার পরও অভাবের হাত থেকে মুক্তি পায়নি চাষিরা। এবার সিনেমার পর্দার থেকেও কাঁপিয়ে দেওয়া কাজ করে গেলেন শেষরাও। কিন্তু তাঁর মৃত্যুর পরও কি কেউ চাষিদের দেখবে!

.