জমি কেলেঙ্কারিতে ধৃত জেট এয়ারওয়েজের আধিকারিক

জমি নিয়ে দুর্নীতি। আর তার জেরেই গ্রেফতার করা হল জেট এয়ারওয়েজের এক আধিকারকে। ধৃতের নাম অভনেশ সিং বেদী। আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ তাকে গ্রেফতার করা হয়।

Updated By: Jul 2, 2017, 05:47 PM IST
জমি কেলেঙ্কারিতে ধৃত জেট এয়ারওয়েজের আধিকারিক
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক : জমি নিয়ে দুর্নীতি। আর তার জেরেই গ্রেফতার করা হল জেট এয়ারওয়েজের এক আধিকারকে। ধৃতের নাম অভনেশ সিং বেদী। আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ তাকে গ্রেফতার করা হয়।

পুলিস জানিয়েছে, অভনেশ সিং বেদী দক্ষিণ দিল্লির পঞ্চশীল পার্ক এলাকায় বসবাস করেন। তিনি জেট এয়ারওয়েজের মুম্বই ডিভিশনের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন বলে পুলিস জানিয়েছে।

জানা গেছে, গত ২১ জুন তার বিরুদ্ধে একটি জমি নিয়ে দুর্নীতির অভিযোগ দায়ের করা হয় সাহিবাবাদ থানায়। অভিযোগের ভিত্তিতে শুরু হয় তদন্ত। তারপর আজ সাড়ে ১২টা নাগাদ তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন- নতুন প্রযুক্তির এসি কোচ আনার ভাবনা ভারতীয় রেলের

.