ক্রিকেট ম্যাচে সায় দিলেও সন্ত্রাসের বিরুদ্ধে শক্ত ভারত
ভারত ও পাকিস্তানের মধ্যে ফের ক্রিকেট ম্যাচ শুরু সিদ্ধান্তকে স্বাগত জানালেও, মুম্বই হামলার চক্রীদের শাস্তির ব্যাপারে ইসলামাবাদকে কড়া বার্তা দিল নয়াদিল্লি। এই প্রসঙ্গে বিদেশমন্ত্রী সলমন খুরশিদ বলেন, এটা যেন মনে করা না হয় যে ২৬/১১-র চক্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সুর নরম করছে ভারত।
ভারত ও পাকিস্তানের মধ্যে ফের ক্রিকেট ম্যাচ শুরু সিদ্ধান্তকে স্বাগত জানালেও, মুম্বই হামলার চক্রীদের শাস্তির ব্যাপারে ইসলামাবাদকে কড়া বার্তা দিল নয়াদিল্লি। এই প্রসঙ্গে বিদেশমন্ত্রী সলমন খুরশিদ বলেন, এটা যেন মনে করা না হয় যে ২৬/১১-র চক্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সুর নরম করছে ভারত।
তাঁর মতে ক্রিকেট ম্যাচ চালু করা দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে একটা পদক্ষেপ। তবে সম্পর্কে আস্থা ফেরাতে সবরকম সংঘাতের অবসান হওয়া জরুরি। সেক্ষেত্রে পাকিস্তান সরকারকে মুম্বই হামলার ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিয়ে ইতিবাচক বার্তা দিতে হবে ভারতকে। বিদেশমন্ত্রী আরও বলেন, এতদিন ধরে ব্যবস্থা নেওয়ার যে আশ্বাস পাকিস্তান দিয়ে এসেছে, সেই প্রতিশ্রুতি পালনের এটাই যথার্থ সময়।