সীমান্তে পাকিস্তানকে জবাব দিতে ভারতের কৌশল 'অপারেশন অর্জুন'
ওয়েব ডেস্ক: সীমান্তে পাকিস্তানের গোলাগুলি সামলাতে নয়া কৌশল নিল ভারত। আর নয়াদিল্লির এই কৌশলে মাত ইসলামাবাদ। ভারতীয় সেনার এই নয়া কৌশলের নাম ‘অপারেশন অর্জুন’।
সীমান্তে পাক সেনা অফিসারদের বাড়ি লক্ষ্য করে আঘাত হানছে ভারতীয় সেনা। সীমান্ত লাগোয়া এলাকায় সেনা আধিকারিকদের বাড়ি দেয় পাকিস্তান। তাঁরা যাতে ভারতের বিরুদ্ধে অভিযানে সাহায্য করতে পারেন, সেজন্যই এই ব্যবস্থা। আর সেই বাড়িগুলিকেই টার্গেট করেছে ভারতীয় সেনা। ছোট ও মাঝারি রেঞ্জের আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হচ্ছে। এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন অর্জুন।এতে পাকিস্তানের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। ইতিমধ্যেই ৭ জন পাক রেঞ্জার ও ১১ জন পাক নাগরিকের মৃত্যু হয়েছে বলে খবর।
ভারতীয় সেনার এই অভিযানের ফলে ত্রস্ত পাকিস্তান। পাক রেঞ্জার্সের পঞ্জাব ডিজি জেনারেল আজগর নাভিদ হায়াত খান বিএসএফ-এর ডিরেকটর কে কে শর্মার সঙ্গে যোগাযোগ করেছেন। ভারতীয় সেনার কাছে অভিযান বন্ধ করার আর্জি জানিয়েছেন। কে কে শর্মা স্পষ্ট জানিয়েছেন, বিনা প্ররোচনায় পাকিস্তান গোলাগুলি ছুড়লে পাল্টা জবাব দেওয়া হবে।
আরও পড়ুন, মায়ানমার সীমান্তে 'সার্জিক্যাল স্ট্রাইক' ভারতের