বাড়ল কেন্দ্রীয় সরকারি চিকিত্সকদের অবসরের বয়সসীমা
Updated By: Sep 27, 2017, 07:32 PM IST
ওয়েব ডেস্ক : কেন্দ্রীয় সরকারি চিকিত্সকদের ক্ষেত্রে এবার অবসরের বয়স বাড়িয়ে করা হল ৬৫। বুধবার নতুন এই সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকা একটি বৈঠকে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। এই ঘোষণার ফলে খুশির হাওয়া কেন্দ্রীয় সরকারি চিকিত্সক মহলে।
আরও পড়ুন- পাক শিশুকে চিকিত্সার জন্য ভারতে আসার অনুমতি সুষমার!
প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের একাধিক বিভাগে চিকিত্সকরা থাকেন। এতদিন পর্যন্ত তাদের অবসরের বয়স ছিল ৬০ বছর। এবার সেই বয়সসীমা বাড়িয়ে করা হল ৬৫ বছর।
এর আগেই আধা সামরিক বাহিনীতে নিযুক্ত চিকিত্সকদের বয়সসীমা ৬০ বছর থেকে বাড়িয়ে করা হয়েছিল ৬৫ বছর।