কূপওয়াড়ায় জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করল সেনা

Updated By: Jul 19, 2017, 09:04 AM IST
কূপওয়াড়ায় জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করল সেনা

ওয়েব ডেস্ক: জম্মু-কাশ্মীরের পুঞ্চে নিয়ন্ত্রণরেখার ওপার থেকে পাকসেনার উসকানি চলছেই। লাগাতার সংঘর্ষবিরতি লঙ্ঘন, নাগাড়ে গুলি ও মর্টার বৃষ্টিতে  আতঙ্কে স্থানীয় গ্রামবাসীরা। অন্যদিকে, কূপওয়াড়ার মছিল সেক্টরে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে সেনা। প্রথমে গুরেজ সেক্টর দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করে জঙ্গিরা। সেনার সঙ্গে গুলির লড়াইয়ে ২ জঙ্গির মৃত্যু হয়। নওগাঁ সেক্টরে পাকসেনার গুলিতে জখম হয়েছেন এক জওয়ান। ভীমবেড় সেক্টর ও নওসেরাতেও সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকসেনা।

এদিকে, যুদ্ধের মহড়া শুরু করে দিল চিন। ভারত-চিন সামরিক টানাপোড়েনের মধ্যেই ভারতকে মোক্ষম বার্তা দিতে অরুণাচল প্রদেশের গা ঘেঁষা তিব্বত এলাকায় ১১ ঘন্টার 'ড্রিলিং' শুরু করেছে চিনা সেনা। সম্পূর্ণ অপারেশনটির লাইভ সম্প্রচার করছে চিনের সরকারি বৈদ্যুতিন মাধ্যম। সেই ছবি দেখে চোখ রীতিমত কপালে উঠেছে আন্তর্জাতীক মহলের। (আরও পড়ুন- জওয়ানের গুলিতে নিহত অফিসার)

.