যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেন থেকে আরও ৪৫৪ ভারতীয়কে নিয়ে দেশে ফিরে এল বায়ু সেনার বিমান
আরও ৪৫৪ জন ভারতীয়কে নিয়ে যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেন থেকে মুম্বই পৌছল বায়ু সেনার দুটি বিমান।
ওয়েব ডেস্ক: আরও ৪৫৪ জন ভারতীয়কে নিয়ে যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেন থেকে মুম্বই পৌছল বায়ু সেনাত দুটি বিমান।
শনিবার রাতে বিমান দুটি ছত্রপতি শিবাজী বিমান বন্দরে ওই ভারতীয়দের উদ্ধা করে নিয়ে আসে।
কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ আশ্বাস দিয়েছেন ট্রাভেল ডকুমেন্টস থাকুক বা না থাকুক সব ভারতীয়দের ইয়েমেন থেকে ফিরিয়ে আনা হবে।
তিনি টুইট করে জানিয়েছেন ''আমরা ইয়েমেন থেকে সব ভারতীয়দের দেশে ফিরিয়ে আনব। প্রয়োজনীয় ট্রাভেল ডকুমেন্টস সঙ্গে না থাকলেও দেশে ফিরতে সমস্যা হবে না।''
ভারতীয় নৌ সেনার সৌজন্যে প্রবল গোলা বর্ষণে আদেন বন্দরে আটকে পড়া সব ভারতীয়দের ইতিমধ্যে উদ্ধার করা সম্ভব হয়েছে।
#YemenEvacuation 454 evacuees from Yemen returned to Mumbai via Djibouti last night by 2 IAF’s C-17 Globemaster III. pic.twitter.com/POYqYFbYlS
— Sitanshu Kar (@SpokespersonMoD) April 6, 2015
সঙ্কটময় পরিস্থিতিতে অভাবনীয় কাজ করে দেখাল ভারতীয় নৌ সেনা। রক্তক্ষয়ী গৃহযুদ্ধের মধ্যেই ইয়েমেন থেকে উদ্ধার করা হল আরও ৬৭৭জন ভারতীয়কে। এখনও পর্যন্ত২৩০০ ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। বাঁচানো হয়েছে অন্যান্য দেশের নাগরিকদেরও।
মধ্যপ্রাচ্যের নতুন রণাঙ্গন ইয়েমেনের পরিস্থিতি অত্যন্ত সঙ্কটজনক। রাজধানী সানায় ঢুকে পড়েছে বিদ্রোহী হুথি জঙ্গিরা। তাদের হঠাতে লাগাতার বোমাবর্ষণ করছে সৌদি জোটের যুদ্ধ বিমান। ২ আন্তর্জাতিক বন্দর আডেন ও আল মুকাল্লাতেও চলছে রক্তক্ষয়ী সংঘর্ষ। সেই পরিস্থিতিতেই আডেনে আটক ভারতীয় উদ্ধার করেছে নৌসেনার রণপোত INS মুম্বই। গোলাবর্ষণের জন্য আডেনে ঢুকতে পারেনি ভারতের এই যুদ্ধজাহাজ। ছোট ছোট নৌকো ভাড়া করে তুলে আনা হয় আটকের পড়া নাগরিকদের।