Russia Ukraine War: ১৬ 'নিখোঁজ', ১২ মৃত! রাশিয়ার সেনাবাহিনীতে কর্মরত ভারতীয়দের পরিসংখ্যান, দাবি দিল্লির...
Indians in Russian Army: রাশিয়ায় এখনও নিখোঁজ বহু ভারতীয়। কীভাবে ফিরবেন তাঁরা চিন্তায় ভারতীয় বিদেশ মন্ত্রক। মৃত্যু হয়েছে ১২ জনের। জানা গিয়েছে মোট ১২৬ জন ভারতীয় রয়েছেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতীয় সরকারের শেষ আপডেট অনুযায়ী রাশিয়া প্রায় ৯৬ জন ভারতীয়দের ছেড়েছে। যারা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে যুদ্ধে সামিল হয়েছিল। যদিও এখনও পর্যন্ত বহু ভারতীয় আটকে রয়েছে। তাঁদের ফিরিয়ে আনার চেষ্টা করছে দিল্লি। কিন্তু বর্তমানে খুব খারাপ অবস্থায় রয়েছে তারা সবাই। 'আমি খুব ভয় পাচ্ছি। জানিনা সুস্থভাবে বাড়ি ফিরতে পারব কিনা। আমাকে বাঁচান।' এই মেসেজটি পাঠিয়েছেন তামাং নামে এক প্রাক্তন ভারতীয় সেনা। যাকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে পাঠানো হয়েছিল। এমনই বহু সেনা বর্তমানে যুদ্ধ করছেন। অপেক্ষা করছেন বাড়ি ফেরার। কিন্তু তারই মধ্যে উঠে এল নয়া পরিসংখ্যান। যেখানে জানা গিয়েছে, প্রায় ১২ ভারতীয়ের মৃত্যু হয়েছে। পাশাপাশি ১৬ জন ভারতীয়র নাকি কোনও রকমের খোঁজ পাওয়া যাচ্ছে না। সেই খবর জানাল ভারতীয় বিদেশ মন্ত্রক।
আরও পড়ুন: কলকাতা থেকে কয়েক ঘণ্টা, প্রকৃতি ঢেলে সাজিয়েছে পেনাংকে, ভিসা ছাড়াই আপনার আমন্ত্রণ
শুক্রবার সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, 'আজকের দিনে দাঁড়িয়ে আমাদের কাছে যে পরিসংখ্যান এসেছে। সেখানে দাঁড়িয়ে জানা গিয়েছে মোট ১২৬ জন ভারতীয় রয়েছেন। যার মধ্যে ৯৬ জন ভারতে ফিরে এসেছেন। মৃত্যু হয়েছে ১২ জনের এখনও পর্যন্ত ১৮ জনের মধ্যে ১৬ জন নিখোঁজ।' রুশ সেনাবাহিনীতে কর্মরত ভারতীয়দের দ্রুত ফিরিয়ে আনার ব্যাপারে বিদেশ মন্ত্রক পুতিনের সঙ্গে যোগাযোগ করছে।
আরও পড়ুন: জমি দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত ইমরান এবং তাঁর স্ত্রী! ১৪ বছরের কারাদণ্ড...
এছাড়াও বিদেশ মন্ত্রক জানিয়েছে, রাশিয়ায় মৃতদের মধ্যে রয়েছে কেরালার ৩২ বছরের বিনিল বাবু। তাঁর দেহ ফিরিয়ে আনার জন্য রাশিয়ার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছে মস্কোয় অবস্থিত ভারতীয় দূতাবাস। এছাড়াও একজন আহত তাঁর চিকিৎসা চলছে। রাশিয়ার সেনাবাহিনীতে ভারতীয়দের উপস্থিতির বিষয়ে গত বছর জুলাইয়ে রাশিয়া সফরে গিয়ে জানিয়েছিলেন ধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর একের পর এক রুশ সেনাবাহিনীতে কর্মরত ভারতীয় নাগরিকদের ছেড়ে দেওয়ার কাজ শুরু হয়। কিন্তু এখনও বহু ভারতীয় রয়েছেন সেনাবাহিনীতে। কবে তাঁরা ফিরে আসবেন এখন তা সময়ের অপেক্ষা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)