ক্যাফের মহিলাদের টয়লেটে লুকনো ক্যামেরা! চোখে পড়তেই এক মহিলা যা করলেন...
প্রথমটায় রীতিমতো সম্ভিত হয়ে যান তিনি। ভয়ে-লজ্জায় কী করবেন, বুঝে উঠতে পারছিলেন না তিনি! তারপর...
নিজস্ব প্রতিবেদন: গত বুধবার সন্ধ্যায় কাজ সেরে এলাকার বেশ জনপ্রিয় একটি ক্যাফেতে গিয়েছিলেন এক মহিলা। ক্যাফের টয়লেটে গিয়ে আচমকাই তাঁর চোখে পড়ে, সেখানে লুকনো রয়েছে একটি ক্যামেরা! প্রথমটায় রীতিমতো সম্ভিত হয়ে যান তিনি। ভয়ে-লজ্জায় কী করবেন, বুঝে উঠতে পারছিলেন না তিনি। তিনি ঠিক করেন, বিষয়টি সকলকে জানানো প্রয়োজন। সকলকে এ বিষয়ে সতর্ক করা জরুরি। এর পরই নিজের মোবাইল ক্যামেরা থেকে টয়লেটের লুকনো ক্যামেরার কয়েকটি ছবি তুলে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঘটনাটি সবিস্তারে জানিয়ে পোস্ট করেন ওই মহিলা। আর দেখতে দেখতে ওই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
#Pune Ladies please beware!
A girl discovered a camera fitted in the ladies washroom in Cafe BeHive, Hinjewadi, Pune. When she complained to the management, she & her friends were told to wait, while they secretly removed the camera & did not address the concern properly.
(1/n)
— Yer a Geezer 'arry (@romaticize) November 5, 2019
ঘটনাটি ঘটেছে পুণের হিঞ্জাওয়াড়ি এলাকার বি-হাইভ ক্যাফেতে। ওই মহিলার পোস্ট ছড়িয়ে পড়তেই কুরুচিকর এই কার্যকলাপকে ধিক্কার জানিয়ে একের পর এক মন্তব্য জমা হতে থাকে পোস্টের নিচে। খবর ছড়িয়ে পড়তেই হিঞ্জাওয়াড়ি এলাকা থেকে কয়েকজন ঘটনা জানিয়ে পুলিসেও খবর দেন। বলিউড অভিনেত্রী রিচা চাড্ডা এই পোস্টের স্ক্রিনশট পুণে প্রশাসনকে ট্যাগ করে টুইট করেন। ঘটনায় তদন্তের আশ্বাস দেওয়া হয় পুণে প্রশাসনের পক্ষ থেকেও। একই সঙ্গে পুণে প্রশাসনের পক্ষ থেকে এই ঘটনা সম্পর্কে লিখিত অভিযোগ জানানোর অনুরোধ করা হয়েছে।
Have deleted my previous tweet, as someone pointed out a mistake. Behive, Hinjewadi was filming women in the ladies toilet. This is the limit of perversion. They have to be brought to book. RT widely. @PuneCityPolice pic.twitter.com/sPW7lWLSYS
— TheRichaChadha (@RichaChadha) November 6, 2019
আরও পড়ুন: মোবাইল ক্যামেরায় ধরা পড়ল মানুষের কঙ্কালসার মুখের মতো দেখতে মাছ! দেখুন ভিডিয়ো
এ দিকে ওই মহিলার দাবি, ক্যাফের কর্তৃপক্ষকে টয়লেটে লুকনো ক্যামেরার কথা জানাতেই বাকি অতিথিদের বাইরে দাঁড়াতে বলে তড়িঘড়ি ওই ক্যামেরা সরিয়ে নেওয়া হয়। ঘটনার জন্য ক্ষমা চাওয়া তো দূরের কথা, উল্টে ঘুষ দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করতে থাকে ক্যাফের কর্তৃপক্ষ।