এনসিপির শর্তেই সায়! কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা শিবসেনা সাংসদ অবরিন্দ সাওয়ান্তের

সোমবারই রাজ্যপালের কাছে গিয়ে সরকার গঠনের কথা জানাতে পারে শিবসেনা

Updated By: Nov 11, 2019, 10:05 AM IST
এনসিপির শর্তেই সায়! কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা শিবসেনা সাংসদ অবরিন্দ সাওয়ান্তের

নিজস্ব প্রতিবেদন: এনডিএর সঙ্গে সম্পর্ক ত্যাগ করছে শিবসেনা! জল্পনা ছিলই, সোমবার সকালে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় ভারীশিল্প মন্ত্রী ও শিবসেনা সাংসদ অরবিন্দ সাওয়ান্ত।

আরও পড়ুন-পাথরের চাঁই ঢালতে গিয়ে দুর্ঘটনা, শালতোড়ায় ক্রাশারের বেল্টে জড়িয়ে মৃত্যু মহিলা শ্রমিকের

অরবিন্দ সাওয়ান্ত টুইট করে জানিয়েছেন, সত্যের সঙ্গে রয়েছে শিবসেনা। রাজ্যের এই পরিস্থিতিতে দিল্লিতে সরকারে থাকার কোনও অর্থ হয় না। তাই কেন্দ্রীয় মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিচ্ছি।

প্রসঙ্গত, শিবসেনা সরকার গঠন করতে চায় কিনা তা রবিবার শিবসেনার কাছে জানতে চেয়েছেন মহারাষ্ট্রের রাজ্যপাল। বিকেলে বিজেপি সরকার গঠন না করার কথা ঘোষণা করার পরই ওই কথা জানতে চান রাজ্যপাল। পাশাপাশি এদিনই শিবসেনার ওপরে একটি শর্ত চাপিয়েছে এনসিপি। সেখানে বলা হয়েছে এনডিএ ছাড়লে তবেই শিবসেনাকে সরকার গঠনে সমর্থন করবে এনসিপি। ওই ঘোষণার পরই সাওয়ান্তের ইস্তফা।

আরও পড়ুন-সরেছে বুলবুল, পুরোপুরি শীতের আমেজ পেতে করতে হবে আরও অপেক্ষা

রাজনৈতিক মহলের খবর সোমবারই রাজ্যপালের কাছে গিয়ে সরকার গঠনের কথা জানাতে পারে শিবসেনা। এনিয়ে সেনাপ্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে শরদ পাওয়ারের ফোনে কথা হয়েছে। দুজেনর মধ্যে সরকার গঠন নিয়ে কথা হয়েছে বলে সূত্রের খবর।

জি নিউজ সূত্রে খবর, সমর্থন দেওয়ার ব্যাপারে সহমত হয়েছেন উদ্ধব ঠাকরে ও শরদ পাওয়ার। বাইরে থেকে সমর্থন দেবে কংগ্রেস।   

.