আচমকাই ধসে গেল ফুটপাত; মুহূর্তেই গভীর গর্তে চাপা পড়ে গেলেন ২ যুবক, দেখুন
ফুটপাতটি তৈরি করা হয়েছিল নর্দমার ওপরে। আচমকাই সেটি ভেঙে পড়ে যায়
নিজস্ব প্রতিবেদন: একেবারে সিনেমার মতো দৃশ্য। ফুটপাত ধরে হাঁটে চলেছেন এক যুবক। সামনেই পার্ক করা একটি বাইক। জড়ো করা রয়েছে কয়েকটি বাক্স। আচমকাই পায়ের নীচে ধসে গেল ফুটপাত। মুহূর্তেই কংক্রিটের স্ল্যাবে চাপা পড়ে গেলেন যুবক। বিশাল গর্তের ভেতরে পড়ে গেল খান দুয়েক বাইক।
পড়ুন-সরছেন সত্যপাল, কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীরের প্রথম লেফটেন্যান্ট গভর্নর পদে মোদী ঘনিষ্ঠ মুর্মু
শুক্রবার ওই ঘটনা ঘটেছে রাজস্থানের সিরোহিতে। ফুটপাতটি তৈরি করা হয়েছিল নর্দমার ওপরে। আচমকাই সেটি ভেঙে পড়ে যায়। ধ্বংস্তূপের মধ্যে চাপা পড়ে আহত হয়েছেন ২ যুবক। চাপা পড়ে যায় ২টি বাইক।
#WATCH: Portion of a footpath built over a drain, collapsed yesterday in Sirohi; 2 injured. #Rajasthan pic.twitter.com/4Ja6pgEt94
— ANI (@ANI) October 26, 2019
Rajasthan: Portion of a footpath built over a drain, collapsed yesterday in Sirohi; 2 injured. https://t.co/ZExHJzsDhg pic.twitter.com/V7RKxRpG75
— ANI (@ANI) October 26, 2019
পড়ুন-মার্কিন যুক্তরাষ্ট্রে ধর্মীয় স্বাধীনতার কথা মনে করিয়ে দেয় দীপাবলি, আলোর উত্সবে বার্তা ট্রাম্পের
কী হয়েছিল সেদিন? কিছু মালপত্র কিনতে বাজারে গিয়েছিলেন নাজির মহম্মদ ও পারভেজ খান। ফুটপাত দিয়ে হাঁটতে গিয়েই ওই বিপত্তি। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় লোকজন। ধ্বংস্তূপে চাপা পড়ে যায় একটি বাইক। একটি উদ্ধার করা হয়। অন্যটি চাপা পড়ে যায় কংক্রিটের ভারী স্ল্যাবের নীচে।