নিজস্ব প্রতিবেদন: বরফ আদৌ গলবে কিনা, গললে কতটা, তা নিয়ে নানা ধন্দ, নানা প্রশ্ন আছেই। তবু এই প্রেক্ষিতেই সরকারের সঙ্গে আর এক দফা বৈঠকে বসতে রাজি হয়েছেন সিঙ্ঘু সীমান্তের বিক্ষোভকারী কৃষকেরা। এই মর্মে তাঁরা একটি চিঠিও লিখেছেন সরকারকে। বৈঠকটি বসতে চলেছে মঙ্গলবার সকাল ১১টা নাগাদ।
বিজেপি সরকারের দেওয়া আলোচনার প্রস্তাব বিবেচনা করে আগামী মঙ্গলবার, ২৯ ডিসেম্বর কেন্দ্রের সঙ্গে ফের আর একবার আলোচনার টেবিলে মুখোমুখি হতে রাজি হল কৃষক সংগঠন।
তবে সরকারকে লেখা চিঠিতে সংযুক্ত কৃষক মোর্চার পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, কৃষি আইনে কোনও সংশোধন নয়, ৩টি কৃষি আইনের সম্পূর্ণ প্রত্যাহার নিয়েই তাঁরা আলোচনা করবেন।
কৃষকদের এই কড়া মনোভাব থেকে অনুমান, আসন্ন বৈঠকটিও সফল হওয়ার সম্ভাবনা ক্ষীণ। শুধু শর্ত আরোপই নয়, কেন্দ্রকে লেখা চিঠিতে তীব্র ভাষায় কৃষকেরা জানিয়েছেন, কৃষক আন্দোলনের বদনাম করার জন্য সরকারি প্রচারযন্ত্র যে ভাবে নেমে পড়েছে, তা অবিলম্বে বন্ধ হোক।
আলোচ্য চিঠিটিতে বলা হয়েছে, 'আমরা তিনটি আইন বাতিল করার দাবিই বরাবর জানিয়ে আসছি। এ দিকে সরকার আমাদের অবস্থানকে ঘুরিয়ে দিয়ে এমন করছে, তাতে মনে হচ্ছে, আমরা যেন ওই তিন আইনের সংশোধন চাইছি। যদি সম্মান দিয়ে কৃষকদের কথা শুনতে চান, তা হলে আগের বৈঠকগুলির তথ্যবিকৃতিকে প্রশ্রয় দেবেন না।'
Also Read: 'হিন্দু দেশপ্রেমিক গান্ধী'কে নিয়ে নতুন বছরে বই প্রকাশ ভাগবতের
Farm Law Protest Update: কৃষিবিল প্রত্যাহারের দাবিতে অনড় থেকেই মঙ্গলবার সরকারের সঙ্গে বৈঠকে রাজি কৃষকেরা