উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, গোয়া, মণিপুরে ভোটের ফল নিয়ে হাওয়া জমজমাট
এক্সিট পোল বলছে, উত্তরপ্রেদেশে, উত্তরাখণ্ডে জিতছে বিজেপি। চারিদিকে যতই বলার চেষ্টা হোক যে, ২০১৪-এর সেই দেশজুড়ে মোদী ঝড় আর নেই, মানেন না হেমা মালিনী। শুধু উত্তরপ্রদেশই নয়, বাকি সব রাজ্যগুলিতেও ভাল করবে বিজেপি। আশাবাদী বিজেপি সাংসদ হেমা মালিনী। অন্যদিকে এগজিট পোল জল্পনা ছাড়া কিছুই নয়। ফল বেরোনোর পর অন্য কিছুই দেখতে পাবেন মানুষ। মন্তব্য কংগ্রেস মুখপাত্র রেণুকা চৌধুরীর।
ওয়েব ডেস্ক: এক্সিট পোল বলছে, উত্তরপ্রেদেশে, উত্তরাখণ্ডে জিতছে বিজেপি। চারিদিকে যতই বলার চেষ্টা হোক যে, ২০১৪-এর সেই দেশজুড়ে মোদী ঝড় আর নেই, মানেন না হেমা মালিনী। শুধু উত্তরপ্রদেশই নয়, বাকি সব রাজ্যগুলিতেও ভাল করবে বিজেপি। আশাবাদী বিজেপি সাংসদ হেমা মালিনী। অন্যদিকে এগজিট পোল জল্পনা ছাড়া কিছুই নয়। ফল বেরোনোর পর অন্য কিছুই দেখতে পাবেন মানুষ। মন্তব্য কংগ্রেস মুখপাত্র রেণুকা চৌধুরীর।
আরও পড়ুন ফলের আগেই ফল প্রকাশ : পাঁচ রাজ্যের বুথ ফেরত্ সমীক্ষার ফলাফল
এদিকে মুলয়াম সিংকে জেলে পাঠাতে মরিয়া মায়াবতী। এই অবস্থায় মায়ার হাত ধরা অখিলেশের উচিত কিনা সেই প্রশ্ন তুললেন অমর সিং। দিবাস্বপ্ন দেখছেন অখিলেশ। মায়াবতীর সঙ্গে জোট জল্পনা প্রসঙ্গে এমনই কটাক্ষ বিজেপি মুখপাত্র মীনাক্ষি লেখির।