আইসিস নিধনে ২৪ ঘণ্টার মধ্যে আরও বড় সাফল্য ভারতের
ATS জালে মধ্যপ্রদেশে ট্রেন বিস্ফোরণের মাস্টারমাইন্ড GM খান। একইসঙ্গে কানপুর থেকে ধরা পড়ে গেল IS-এর খোরাসান মডিউলের আরেক সদস্য আজহার। মূলত অস্ত্র জোগানের কাজ ছিল এই দুজনের।
ওয়েব ডেস্ক: ATS জালে মধ্যপ্রদেশে ট্রেন বিস্ফোরণের মাস্টারমাইন্ড GM খান। একইসঙ্গে কানপুর থেকে ধরা পড়ে গেল IS-এর খোরাসান মডিউলের আরেক সদস্য আজহার। মূলত অস্ত্র জোগানের কাজ ছিল এই দুজনের।
বুধবারই খতম সইফুল্লা। পুলিসের জালে খোরাসান মডিউলের আরও ছয় সদস্য। ২৪ ঘণ্টার মধ্যে আরও বড় সাফল্য। মঙ্গলবার সকালে ভোপাল-উজ্জ্বয়িনী প্যাসেঞ্জারে পাইপ বোমা বিস্ফোরণ ঘটায় জঙ্গি। প্রকাশ্যে আসে IS-এর খোরাসান মডিউল। মডিউলের ছ জনকে বুধবারই গ্রেফতার করে ATS। বৃহস্পতিবার কানপুর থেকে গ্রেফতার ট্রেন বিস্ফোরণে মূলচক্রী GM খান। প্রাক্তন বায়ুসেনা অফিসার GM খানের সঙ্গেই গ্রেফতার মডিউলের আরেক মাথা আজহার।
সন্দেভাজন IS জঙ্গি সইফুল্লার শেষকৃত্য করতে অস্বীকার করেন তাঁর বাবা সরতাজ। বৃহস্পতিবার তাঁর এই মনোভাবকে শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। ATS-এর দাবি, ভারতে গড়ে ওঠা খোরাসান মডিউলের সব সদস্যই এইমুহুর্তে কব্জায়। (আরও পড়ুন- নতুন 'মাতৃত্বকালীন সুবিধা' বিলের খুঁটিনাটি)