Rahul Gandhi: রাহুলকে ইডির তলব, প্রতিবাদের নয়া কৌশল কংগ্রেসের
বিবার একযোগে দেশের বিভিন্ন প্রান্তে সংবাদিক সম্মেলন করেন শচিন পাইলট, বিবেক তঙ্খা, দ্বিবিজয় সিং, সঞ্জয় নিরুপম, পবন খেরা, আলকা লাম্বার মতো নেতারা। সকলেই রাহুল গান্ধীকে সমর্থনের বার্তা দেন।
নিজস্ব প্রতিবেদন: আর্থিক তছরুপ মামলায় সোমবার ইডির কাছে হাজিরা দেবেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। তার আগে রবিবার একযোগে বিজেপিকে নিশানা করলেন সমস্ত শীর্ষ কংগ্রেস নেতারা। রাহুলকে তলবের প্রতিবাদে সোমবার নয়া কৌশল নিল হাত শিবির।
কংগ্রেসের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে রবিবার টুইট করে জানান হয়, ইডির সমনে ভয় পাচ্ছেন রাহুল গান্ধী। কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম দাবি করেন, ইডির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। বিজেপি নেতাদের বিরুদ্ধে এবং বিজেপি শাসিত রাজ্যে কেন্দ্রীয় সংস্থা এতটা সক্রিয় নয়। রবিবার একযোগে দেশের বিভিন্ন প্রান্তে সংবাদিক সম্মেলন করেন শচিন পাইলট, বিবেক তঙ্খা, দ্বিবিজয় সিং, সঞ্জয় নিরুপম, পবন খেরা, আলকা লাম্বার মতো নেতারা। সকলেই রাহুল গান্ধীকে সমর্থনের বার্তা দেন।
गांधी नहीं डरेंगे ED के फरमान से, न तानाशाह के अभिमान से।
— Congress (@INCIndia) June 12, 2022
দ্বিবিজয় সিং অভিযোগ করেন, এই ধরনের কার্যকলাপের মাধ্যমে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর উপর চাপ তৈরির চেষ্টা করছে বিজেপি। সোমবার রাহুল গান্ধীকে সমনের বিরুদ্ধে রাজধানীতে পথে নামবেন কংগ্রেস নেতারা।