VIRAL VIDEO | Virat Kohli Ranji Trophy Return: 'ঠেলায় পড়ে' ১৩ বছর পর রঞ্জি প্রত্যাবর্তন! বাঙ্গারকে বগলদাবা করে নেট শুরু বিরাটের...
Virat Kohli Ranji Trophy Return: বোর্ডের কঠোর নিদান মেলে কার্যত ঠেলায় পড়ে' ১৩ বছর পর রঞ্জি প্রত্যাবর্তন হচ্ছে বিরাট কোহলির। শুরু করে দিলেন নেট সেশন
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কথায় বলে 'ঠেলার নাম বাবাজি'! আর ঠিক সেই কথাই এবার প্রযোজ্য হয়েছে ভারতীয় দলের মহানক্ষত্রদেরও জন্য। আন্তর্জাতিক অ্যাসাইনমেন্টে না থাকলে খেলতেই হবে ঘরোয়া ক্রিকেট। আর ঝাড়াই-বাছাই করার কোনও সুযোগ হাতে নেই। বিরাট কোহলির (Virat Kohli) মতো রোহিত শর্মাও (Rohit Sharma) ফ্লপ হয়েছিলেন বর্ডার-গাভাসকর ট্রফিতে (BGT 2024-25)। দুই মহারথীকেই অনেকে অবসরের পাঠানোর রায় দিয়েছিলেন। কিন্তু বিসিসিআই (BCCI) কার্যত লাইফ-লাইন দিলেন রো-কো জুটিকে! রঞ্জি ট্রফিতে খেলেই প্রমাণ করতে হবে নিজেদের। ১২ বছর পর দিল্লির হয়ে মাঠে নামছেন বিরাট, ওদিকে রোহিত ১০ বছর পর মুম্বইয়ের হয়ে খেললেন প্রথম শ্রেণির ক্রিকেট।
আরও পড়ুন: বিশ্বের ৪ নম্বরের আপাতত ১২, তবুও কেন নেটপাড়ায় চলছে 'সূর্য'প্রণাম? ঝড় তুলল ভিডিয়ো
জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে রোহিতের রঞ্জি প্রত্যাবর্তন একেবারেই সুখকর হয়নি। দুই ইনিংস মিলিয়ে তিনি যথাক্রমে ৩ ও ২৮ রান করেছেন। এবার লাল বলে ঘরোয়া ক্রিকেটে বিরাটের নিজেকে প্রমাণ করার পালা। প্রাক্তন ভারত অধিনায়ক ও রানমেশিন বিরাট কোহলি, বিগত কয়েক বছর ধরেই টেস্টে ধারাবাহিক ভাবে হতশ্রী ফর্মে রয়েছেন। অস্ট্রেলিয়ায় আসার আগে ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিরুদ্ধেও বিরাট রানের দেখা পাননি। কিউয়িদের বিরুদ্ধে ৬ ইনিংসে বিরাট যথাক্রমে ০, ৭০, ১, ১৭, ৪ ও ১ রান করেছিলেন। জুড়লে ১০০ রানও হয় না, গড় ১৬! এবার যদি বিজিটি-তে চোখ রাখা যায় তাহলে দেখা যাবে শেষ ৭ ইনিংসে তাঁর রান- ৫, ১০০, ৭, ১১, ৩, ৩৬ ও ৫!
আগামী ৩০ জানুয়ারি বিরাট নামবেন রেলওয়েজের বিরুদ্ধে দিল্লির হয়ে। দলে পাবেন জাতীয় দলের সতীর্থ ঋষভ পন্থকে। বিরাট রঞ্জিতে ফেরার অনুশীলন শুরু করে দিলেন। জাতীয় দলের প্রাক্তন ব্যাটিং কোচ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হেড কোচ সঞ্জয় বাঙ্গারকে নিয়ে বিরাট নেমে পড়লেন নেটে। থ্রো ডাউনে চালালেন ব্যাট, বেশ কিছুক্ষণ বাঙ্গারের সঙ্গে তাঁকে আলোচনা সারতেও দেখা গিয়েছে মুম্বইয়ের নেটে। সেই ভিডিয়ো ভাইরালও হয়ে গিয়েছে। ২০১২ সালে কোহলি শেষবার রঞ্জি খেলেছিলেন উত্তরপ্রদেশের বিরুদ্ধে। কোহলি তাঁর কেরিয়ারে ১৫৫টি ঘরোয়া ম্যাচে ১১৪৭৯ রান করেছেন। ৩৭টি সেঞ্চুরি ও ৩৯টি হাফ-সেঞ্চুরি রয়েছে তাঁর। এমনকী হাত ঘুরিয়ে নিয়েছেন তিন উইকেটও। এখন দেখার কিংবদন্তি কোহলি রঞ্জি প্রত্যাবর্তন স্মরণীয় করতে পারেন কিনা
বিসিসিআই জানিয়েছে 'জাতীয় দলে নির্বাচনের পাশাপাশি কেন্দ্রীয় চুক্তিতে থাকার জন্য খেলোয়াড়দের ঘরোয়া ম্যাচে অংশগ্রহণ বাধ্যতামূলক। এই নির্দেশের ব্যতিক্রম হতে পারে শুধুমাত্র অস্বাভাবিক পরিস্থিতিতে বিবেচনা করেই। তবে তার জন্য নির্বাচক কমিটির চেয়ারম্যানকে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি দিয়েই অনুমোদন নিতে হবে। পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।' কিছুদিন আগেও এই নিয়ম বিরাট কোহলি, রোহিত শর্মা ও জসপ্রীত বুমরার মতো দেশের তারকা ক্রিকেটারদের ক্ষেত্রে কার্যকর হত না। তবে 'বাধ্যতামূলক' নিদানে বিলুপ্ত হয়েছে তারকা সংস্কৃতি! ফলে সকলেই খেলছেন রঞ্জি।
আরও পড়ুন: বর্ষসেরা ODI দল বাছল ICC, ১১ জনে নাম নেই ভারত-অস্ট্রেলিয়ার একজনেরও! নেতৃত্বে কে?
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)