Sonia Gandhi Hospitalised: হাসপাতালে ভর্তি সোনিয়া, আরোগ্য কামনা করে টুইট মমতার
মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, 'খবর পেলাম করোনা সংক্রান্ত সমস্যার কারণে সোনিয়া গান্ধীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা সবাই ওঁর দ্রুত আরোগ্য কামনা করি
নিজস্ব প্রতিবেদন: করোনা আক্রান্ত হয়েছিলেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী। তবে রবিবার করোনা সংক্রান্ত সমস্যার কারণে সোনিয়া গান্ধীকে ভর্তি করা হল গঙ্গারাম হাসপাতালে। খবর পেয়েই সোনিয়ার দ্রুত আরোগ্য কামনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতাল সূত্রে খবর, আপাতত সোনিয়া গান্ধীর শারীরিক অবস্থা স্থিতিশীল।
কংগ্রেসের তরফে দলের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা টুইট করেছেন,'করোনা সংক্রান্ত সমস্যার কারণে সোনিয়া গান্ধীকে গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সুস্থই রয়েছেন সোনিয়াজি। তবে আপাতত তাঁকে হাসপাতালেই থাকতে হবে।'
Just learnt that senior Congress leader Mrs Sonia Gandhi has been hospitalized due to covid. All of us pray for her early recovery and return to public life soon. May God bless you, Soniaji. Regards.
— Mamata Banerjee (@MamataOfficial) June 12, 2022
এদিকে, সোনিয়া গান্ধীর দ্রুত আরোগ্য কামনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, 'খবর পেলাম করোনা সংক্রান্ত সমস্যার কারণে সোনিয়া গান্ধীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা সবাই ওঁর দ্রুত আরোগ্য কামনা করি। চাই উনি দ্রুত কাজে ফিরুন।'
উল্লেখ্য, গত ২ জুন করোনা পজিটিভ হন সোনিয়া গান্ধী। সেই কারণে তিনি ইডির হাজিরার জন্য সময়ও চেয়েছিলেন। এরপরই ইডি তাঁকে ২৩ জুন হাজিরার জন্য ফের একবার নোটিস পাঠায়।
আরও পড়ুন-পানিহাটি দণ্ড মহোৎসবে চরম 'বেনিয়ন', ৩ জনের মৃত্যুর কয়েক ঘণ্টায় ফের খুলল মেলা, শুরু খিচুড়ি বিতরণও