Bardhaman: ছাদনাতলায় পিঁড়িয়ে নিশ্চুপ বেচারি বর, এক পুরোহিত অন্যকে বিয়ের মন্ত্র শেখাতেই রাত কাবার!

Bardhaman: ওই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই তা ভাইরাল হয়ে যায়

Updated By: Jan 26, 2025, 02:54 PM IST
Bardhaman: ছাদনাতলায় পিঁড়িয়ে নিশ্চুপ বেচারি বর, এক পুরোহিত অন্যকে বিয়ের মন্ত্র শেখাতেই রাত কাবার!

পার্থ চৌধুরী: বিয়ের আসরে দুই পুরোহিতের মতবিরোধ। বিয়ের পদ্ধতি ও মন্ত্রচ্চারণ নিয়ে মতান্তর। আর সেই ভিডিয়ো সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল। কাণ্ড দেখে হেসে খুন নেটিজেনরা। দেখা যায় ছাদনাতলায় বর বসে রয়েছেন। রয়েছেন আত্মীয়স্বজন থেকে নিমন্ত্রিতরা। তাদের সামনেই দুই পুরোহিত জড়িয়ে পড়েছেন বচসায়। একজন পুরোহিত আর একজনকে শেখাচ্ছেন বিয়ের মন্ত্র এবং পদ্ধতি নিয়ে। আর তাদের এই তর্ক বিতর্ক দেখে পাশ থেকে একজন মন্তব্য করছেন," ঠাকুরমশাই, রাত পেরিয়ে তো কোকিল ডাকবে। ঝগড়া থামিয়ে তাড়াতাড়ি করুন"। জানা গিয়েছে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার নিগন গ্রামে একটি পরিবারের বিয়ের অনুষ্ঠানে এই ঘটনা ঘটেছে। দুই পুরোহিতের তর্কবিতর্কের দৃশ্যটি কেউ ক্যামেরাবন্দি করেন । পরে সেটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন-অভিনেত্রী পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, চাঞ্চল্যকর অভিযোগ...

বিয়ে মানেই দুই পরিবারে আনন্দের রোল। কিন্তু পূর্ব বর্ধমানের মঙ্গলকোট থানার নিগন গ্রামে এক বিয়ের আসর যেন আনন্দের বদলে নাটকের মঞ্চে পরিণত হল। সেখানে গোল বাঁধল প্রতিটি পদে। বর-কনের মঙ্গল কামনার আসর জমে উঠল দুই পুরোহিতের 'মহাযুদ্ধ'।

ঘটনাটি ঘটেছে ছাদনাতলায়। বর পিঁড়িতে বসে নিশ্চুপ। আত্মীয়স্বজন থেকে নিমন্ত্রিতরা গোল হয়ে চারপাশে দাঁড়িয়ে। ঠিক তখনই দুই পুরোহিত মন্ত্র উচ্চারণ এবং বিয়ের রীতি-পদ্ধতি নিয়ে তর্কে লিপ্ত হন। একজনের মতে একরকম পদ্ধতি, তো আরেকজন বলছেন সম্পূর্ণ উল্টো। এক পর্যায়ে এক পুরোহিত অপরকে মন্ত্র শেখানোর উদ্যোগ নেন! অতিথিদের মধ্যে কেউ কেউ ইতিমধ্যেই বিরক্ত, আবার কেউ হাসি চেপে রেখেছেন। এই তর্কের মাঝেই একজন রসিক অতিথি বলে বসেন, “ঠাকুরমশাই, রাত পেরিয়ে তো কোকিল ডাকবে। ঝগড়া থামিয়ে তাড়াতাড়ি কাজ শেষ করুন!”

সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই মুহূর্তে ভাইরাল। নেটিজেনরা ভিডিও দেখে কেউ হাসিতে গড়াগড়ি খাচ্ছেন, কেউ আবার লিখছেন, “বিয়েতে বর-কনে মুখ্য থাকে, কিন্তু এখানে পুরোহিতরাই তারকা হয়ে গেলেন!”

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.