R G Kar: 'সঞ্জয়ের মৃত্যুদণ্ড চাই না', হাইকোর্টে বিস্ফোরক দাবি নির্যাতিতার পরিবারের...
R G Kar: ২০ জানুয়ারি শিয়ালদহ আদালতে বিচারক অনির্বাণ দাস সাজা ঘোষণা করেছিলেন। সেখানে সঞ্জয়কে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করেছিলেন।
পিয়ালি মিত্র: দোষী সঞ্জয় রায়ের ফাঁসির সাজায় আপত্তি রয়েছে খোদ নির্যাতিতার পরিবারের! 'আমরা ক্যাপিটাল পানিশমেন্ট চাইছি না।'- জানালেন নির্যাতিতার পরিবার। হাইকোর্টে প্রশ্ন করেন পরিবারের আইনজীবীরা। রাজ্য সরকার এবং সিবিআইয়ের তরফ থেকে দুটি মামলা করা হয়েছে সঞ্জয় রায়ের বিরুদ্ধে। সোমবার কলকাতা হাইকোর্টে সেই মামলার শুনানি চলছিল। সেখানেই নির্যাতিতার পরিবার সঞ্জয়ের ফাঁসির সাজার বিরুদ্ধে আপত্তি প্রকাশ করেন। ২০ জানুয়ারি শিয়ালদহ আদালতে বিচারক অনির্বাণ দাস সাজা ঘোষণা করেছিলেন। সেখানে সঞ্জয়কে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করেছিলেন। নিম্ন আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার এবং সিবিআই। দ্বারস্থ হয় কলকাতা হাইকোর্টের কাছে। দুপক্ষই সর্বোচ্চ সাজা ফাঁসির দাবি করেছিল। এবং আজকে যখন এই মামলা নিয়ে কোর্টে আর্গুমেন্ট চলছিল সেই সময়ই নির্যাতিতার পরিবারের আইনজীবীরা বলছেন তাঁরা ক্যাপিটাল পানিশমেন্ট চাইছেন না।
আরও পড়ুন: ডিভাইডারে ধাক্ক! ফের বেপরোয়া গতির বলি, মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু তরুণীর...
ঠিক আগের সপ্তাহে সোমবার যখন নিম্ন আদালত আমৃত্যু কারাদণ্ডের সাজা শুনিয়েছিল তখন আপত্তি জানিয়েছিল নির্যাতিতার বাবা-মা। কিন্তু তার ঠিক এক সপ্তাহবাদে আর ফাঁসির সাজা চাইছেন না পরিবার পরিস্কার জানিয়ে দিয়েছেন। আরজি কর কাণ্ডে আরও জলঘোলা! ফাঁসি চায় রাজ্য-CBI, চায় না নির্যাতিতার পরিবার! পরিবারের আইনজীবী শামিম আহমেদ তিনি প্রশ্ন করে বললেন, ক্যাপিটাল পানিশমেন্ট চাইছি না। এই আবেদনের যৌক্তিকতা কী? পরিবারের বক্তব্য এটাই, এই ধর্ষণ এবং খুনের ঘটনায় সঞ্জয় রায় ছাড়াও আরও বহু মানুষ জড়িত থাকতে পারেন বলে মনে করছেন। যদি সঞ্জয়ই না থাকে তাহলে প্রশ্ন কাকে করা হবে। এমনকি সিবিআইয়ের তদন্ত নিয়ে পরিবার একদমই সন্তুষ্ট নন। সওয়াল-জবাব শুনে বিচারপতি দেবাংশু বসাক রাজ্য সরকারের আইনজীবীর উদ্দেশে প্রশ্ন করেন, একই দাবিতে মামলা, তবে পৃথক গ্রহণযোগ্যতার মানে কী? আপাতত এই মামলার রায়দান স্থগিত রাখা হয়েছে।
নির্যাতিতার বাবা তিনি আজ হাইকোর্টের বাইরে দাঁড়িয়ে বলেন, 'আমরা চাইছি, এই ঘটনার সঙ্গে জড়িত সবাই সামনে আসুক। সবাইকে তদন্তের আয়তায় এনে, বিচার ব্যবস্থার আয়তায় আনা হোক।' তিনি আরও বলেন, 'যেখানে আমার মেয়ের বিচার পাব। আমরা তার সঙ্গে আছি।'
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)