কাল দেশে দ্বিতীয় দফার ভোট, ইভিএমে বোতাম টিপবে উত্তর পূর্বের ৬টি কেন্দ্রের ভোটাররা

আগামিকাল লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ। ভোট হবে উত্তর পূর্বাঞ্চলের চার রাজ্যের ছয়টি আসনে। নাগাল্যান্ড এবং মণিপুরের একটি করে আসনে ভোট নেওয়া হবে। ভোট হবে, অরুণাচল প্রদেশ ও মেঘালয়ের দুটি আসনে। মেঘালয়ের শিলং এবং তুরা আসনে ভোটগ্রহণ হবে।

Updated By: Apr 8, 2014, 07:49 PM IST

আগামিকাল লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ। ভোট হবে উত্তর পূর্বাঞ্চলের চার রাজ্যের ছয়টি আসনে। নাগাল্যান্ড এবং মণিপুরের একটি করে আসনে ভোট নেওয়া হবে। ভোট হবে, অরুণাচল প্রদেশ ও মেঘালয়ের দুটি আসনে। মেঘালয়ের শিলং এবং তুরা আসনে ভোটগ্রহণ হবে।

তুরা আসনে উল্লেখযোগ্য প্রার্থী দশবারের সাংসদ পিএ সাংমা। নাগাল্যান্ড লোকসভা আসনে উল্লেখযোগ্য প্রার্থী সে রাজ্যের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও। আউটার মণিপুর আসনে লড়াই কংগ্রেস, বিজেপি, এনসিপি, তৃণমূল সহ দশটি দল। অরুণাচল প্রদেশের পূর্ব ও পশ্চিম এই দুটি লোকসভা আসনেও লড়াই বহুমুখী। আসন দুটিতে কংগ্রেস, বিজেপির পাশাপাশি প্রার্থী দিয়েছে তৃণমূলও।

প্রসঙ্গত, ৯ দফায় হচ্ছে এবারের লোকসভা ভোট। সোমবার প্রথম দফায় ভোট হয় অসমের ৫টি ও ত্রিপুরার একটি কেন্দ্রে।

রাজ্যে কোথায় কবে ভোট--

১৭ এপ্রিল (প্রথম দফা)- কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি।

২৪ এপ্রিল (দ্বিতীয় দফা)- রায়গঞ্জ, বালুরঘাট, মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর, মুর্শিদাবাদ।

৩০ এপ্রিল (তৃতীয় দফা)-হাওড়া, হুগলি, আরামবাগ, বর্ধমান পূর্ব, দুর্গাপুর, বোলপুর, বীরভূম, শ্রীরামপুর, উলুবেড়িয়া।

৭ মে (চতুর্থ দফা) -ঝাড়গ্রাম,মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর,আসানসোল।

১২ মে (পঞ্চম দফা)- দক্ষিণ কলকাতা, উত্তর কলকাতা,যাদবপুর, দমদম, বহরমপুর, রানাঘাট, কৃষ্ণনগর, বনগাঁ, বারাকপুর, জয়নগর, বসিরহাট, বারাসাত, মথুরাপুর, ডায়মন্ডহারবার, তমলুক, কাঁথি, ঘাটাল ।

দেশে কবে কোথায় ভোট-

অন্ধ্রপ্রদেশ- ৩০ এপ্রিল, ৭ মে
অরুনাচল প্রদেশ- ৯ এপ্রিল
অসম-৭,১২,২৪ এপ্রিল

বিহার-১০,১৭,২৪,৩০ এপ্রিল, ৭, ১২ মে

ছত্তিশগড়-১০,১৭,২৪ এপ্রিল
গোয়া-১৭ এপ্রিল
গুজরাট-৩০ এপ্রিল

হরিয়ানা-১০ এপ্রিল
হিমাচলপ্রদেশ-৭ মে

কর্নাটক-১৭ এপ্রিল
কেরালা-১০ এপ্রিল

জম্মু কাশ্মীর-১০,১৭,২৪,৩০ এপ্রিল। ৭ মে

ঝাড়খণ্ড-১০,১৭,২৪ এপ্রিল
মধ্যপ্রদেশ-১০,১৭,২৪ এপ্রিল
মহারাষ্ট্র-১০,১৭,২৪ এপ্রিল

মনিপুর-৯,১৭ এপ্রিল
মেঘালয়-৯ এপ্রিল
মিজোরাম-৯ এপ্রিল
নাগাল্যান্ড-৯ এপ্রিল

ওড়িশা-১০,১৭ এপ্রিল
পাঞ্জাব-৩০ এপ্রিল
রাজস্থান-১৭,২৪ এপ্রিল
সিকিম-১২ এপ্রিল

তামিলাড়ু-৭,১২ এপ্রিল
ত্রিপুরা-৭ ও ১২ এপ্রিল

সিকিম- এপ্রিল ১২
তামিলনাড়ু-এপ্রিল ২৪

উত্তরপ্রদেশ-এপ্রিলের ১০, ১৭,২৪, ৩০ এবং মে মাসের ৭ ও ১২
উত্তরাখণ্ড-৭মে

পশ্চিমবঙ্গ- এপ্রিলের ১৭,২৪,৩০ এবং মে মাসের ৭ ও ১২

আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জ- ১০ এপ্রিল
চণ্ডিগড়- ১০ এপ্রিল

দাদার-নাগার হাভেলি-৩০ এপ্রিল
দামন এবং দিউ-৩০ এপ্রিল

লাক্ষাদ্বীপ-এপ্রিলের ১০
দিল্লি-১০ এপ্রিল

পুদুচেরি-২৪ এপ্রিল

.