ফের রাজধানীর রাস্তায় চড় খেলেন কেজরিওয়াল, বিধ্বস্ত আপ সুপ্রিমো টুইটারে প্রশ্ন তুললেন কেন বারবার আক্রমণের লক্ষ্য তিনি
ফের একবার চড় খেলেন অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার দিল্লিতে দলের নির্বাচনী প্রচারের রোড শো চলাকালীন আপ সুপ্রিমোকে ঠাটিয়ে চড় কষালেন এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি।
ফের একবার চড় খেলেন অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার দিল্লিতে দলের নির্বাচনী প্রচারের রোড শো চলাকালীন আপ সুপ্রিমোকে ঠাটিয়ে চড় কষালেন এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি।
উত্তর-পশ্চিম দিল্লির সুলতানপুরিতে আম আদমি পার্টির হেভি ওয়েট প্রার্থী রাখী বিড়লার হয়ে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন কেজরিওয়াল। আর সেখানেই ঘটল বিপত্তি। চড় খেতে হল আপ প্রধানকে।
অসমর্থিত সূত্রের খবর কেজরিওয়ালের উপর হামলাকারী একজন অটো রিক্সা চালক। দিল্লিতে নির্বাচনে জিতে ক্ষমতা দখলের পর আপ যে যে প্রতিশ্রুতি দিয়েছিল তা পালন না করার জন্যই ক্ষোভ জমেছিল এই অটো রিক্সা চালকের মনে। অদ্ভুতভাবে দিল্লিতে অটো রিক্সা চালকরা আপ-এর শক্তির অন্যতম প্রধান স্তম্ভ বলে মনে করা হয়। দিল্লি বিধানসভা নির্বাচনের সময় আম আদমি পার্টির হয়ে প্রচারে নেমে ছিলেন অটো রিক্সা চালকদের এক বড় অংশ।
আজ ঘটনার পরে আপ সমর্থকরা ওই অটো রিক্সা চালককে ঘিরে ফেলেন। তাকে পুলিসের হাতে তুলে দেওয়া হয়।
গত সপ্তাহে দক্ষিণ দিল্লিতে প্রচারের সময় একই ভাবে আক্রমণের শিকার হয়েছিলেন কেজরিওয়াল।
এই ঘটনার পরেই টুইটারে তাঁর প্রতিক্রিয়া জানান অরবিন্দ কেজরিওয়াল। টুইট করে প্রশ্ন তোলেন কেন তাঁকেই বারবার আক্রমণের শিকার হতে হচ্ছে। প্রশ্ন তোলেন এর ঘটনাগুলির পিছনে কার বা কাদের মস্তিষ্ক কাজ করছে।
I am just thinking - why am i being repeatedly attacked? Who r the masterminds? What do they want? What do they achieve?
— Arvind Kejriwal (@ArvindKejriwal) April 8, 2014
Is violence an answer to country's problems? let them tell me place n time. I will come there. Let them beat me as much as they want......
— Arvind Kejriwal (@ArvindKejriwal) April 8, 2014
.......but will that solve the problems?
— Arvind Kejriwal (@ArvindKejriwal) April 8, 2014
Sachai ki dagar badi kathin hai. Par last mein jeet to sachai ki hoti hai.
— Arvind Kejriwal (@ArvindKejriwal) April 8, 2014