রোজ ১০,০০০ COVID স্যাম্পল টেস্ট, কলকাতা-সহ ৩ শহরে অত্যাধুনিক ICMR ল্যাবের উদ্বোধন মোদীর
দেশের বিজ্ঞানীরা দিনরাত করোনার ভ্যাক্সিন তৈরির চেষ্টা করছেন। যতদিন না ভ্যাক্সিন বাজারে না আসে ততদিন আমাদের সাবধান থাকতে হবে। মাস্ক পরতে হবে, দূরত্ব বজায় রাখতে হবে।
নিজস্ব প্রতিবেদন:দেশে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। এরকম অবস্থায় জরুরি হল টেস্ট করা করা ও করোনা রোগীদের খুঁজে বের করা। সেই লক্ষ্যেই আজ দেশের ৩ শহরে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ ICMR-এর তিনটি অত্যাধুনিক করোনা টেস্ট ল্যাবের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আরও পড়ুন-১৩০ কোটি মানুষের জন্য করোনা প্রতিষেধক মজুত করতে 'হিমঘর' তৈরির পরিকল্পনা কেন্দ্রের!
ল্যাবগুলি খোলা হয়েছে নয়ডা, মুম্বই ও কলকাতার ন্যাশনাল ইনস্টিটিউট অব কলেরা অ্যান্ড এন্টেরিক ডিজিজ-এ। এইসব ল্যাবে রোজ ১০,০০০ করোনা স্যাম্পল টেস্ট করা যাবে।
These labs will not remain restricted to testing of #COVID19 but will be expanded for testing of many other diseases including Hepatitis B & C, HIV, & Dengue in future: PM Modi at launch of 3 new high-throughput labs of ICMR at Noida, Kolkata & Mumbai through video conference pic.twitter.com/muEOcf4m0m
— ANI (@ANI) July 27, 2020
ভিডিয়ো কন্ফারেন্স ল্যাবগুলির উদ্বোধনী অনুষ্টানে প্রধানমন্ত্রী বলেন, ওইসব ল্য়াবে শুধুমাত্র করোনা টেস্টই হবে না, ভবিষ্যতে অন্যান্য রোগেরও টেস্টও হবে। এর মধ্যে থাকবে হেপাটাইটিস বি, এইচআইভি, ডেঙ্গুর মতো পরীক্ষা।
প্রধানমন্ত্রী বলেন
দেশে এই মুহূর্তে ১১,০০০ হাসপাতালে কোভিডের চিকিত্সা হচ্ছে। ১১ লাখ আইসোলেশন বেডের ব্যবস্থা করা হয়েছে। দেশে কাজ করছে ১৩০০ টেস্ট ল্যাব। ওইসব ল্যাবে রোজ ৫ লাখ স্যাম্পেল টেস্ট হচ্ছে।
৬ মাস আগে দেশে কোনও পিপিই কিট তৈরি হতো না। এখন ১২০০ সংস্থা রোজ ৫ লাখ পিপিই কিট তৈরি করছে।
আরও পড়ুন-আক্রান্ত করোনা যোদ্ধা! রোগীর মৃত্যু হতেই আইসোলেশন ওয়ার্ডে ঢুকে নার্স পেটাল বাড়ির লোক
এক সময় এন ৯৫ মাস্ক বাইরে থেকে আনতে হতো। এখন দেশে রোজ ৩ লাখ এন -৯৫ মাস্ক তৈরি হচ্ছে।
এই মুহূর্তে দেশের একটাই প্রতিজ্ঞা হওয়া উচিত। তা হল, মানুষের প্রাণ বাঁচাতে হবে।
করোনা সংক্রমণ রোখার জন্য পরিকাঠামো তৈরি করতে হবে।
দেশের বিজ্ঞানীরা দিনরাত করোনার ভ্যাক্সিন তৈরির চেষ্টা করছেন। যতদিন না ভ্যাক্সিন বাজারে না আসে ততদিন আমাদের সাবধান থাকতে হবে। মাস্ক পরতে হবে, দূরত্ব বজায় রাখতে হবে।