ভূস্বর্গে ভয়ঙ্কর মেঘভাঙা বৃষ্টিতে মৃত্যু দুই শিশুর, আহত ৯, নিখোঁজ ১১

ফের মেঘ ভাঙা বৃষ্টিতে মৃত্যু জম্মু-কাশ্মীরে। গতরাতে বালতালে মেঘভাঙা বৃষ্টিতে দুই শিশুর মৃত্যু হয়। আহত হয়েছেন নয় জন। খোঁজ নেই এগারো জনের। গতরাতে বালতালে অমরনাথ যাত্রার জন্য তৈরি বেস ক্যাম্পের খুব কাছেই  মেঘভাঙা বৃষ্টি নামে। হড়পা বানের তোড়ে ভেসে যায় বেশ কয়েকটি তাঁবু। তবে অমরনাথ যাত্রীরা নিরাপদেই আছেন বলে জানিয়েছে পুলিস।

Updated By: Jul 25, 2015, 08:49 AM IST
ভূস্বর্গে ভয়ঙ্কর মেঘভাঙা বৃষ্টিতে মৃত্যু দুই শিশুর, আহত ৯, নিখোঁজ ১১

ব্যুরো: ফের মেঘ ভাঙা বৃষ্টিতে মৃত্যু জম্মু-কাশ্মীরে। গতরাতে বালতালে মেঘভাঙা বৃষ্টিতে দুই শিশুর মৃত্যু হয়। আহত হয়েছেন নয় জন। খোঁজ নেই এগারো জনের। গতরাতে বালতালে অমরনাথ যাত্রার জন্য তৈরি বেস ক্যাম্পের খুব কাছেই  মেঘভাঙা বৃষ্টি নামে। হড়পা বানের তোড়ে ভেসে যায় বেশ কয়েকটি তাঁবু। তবে অমরনাথ যাত্রীরা নিরাপদেই আছেন বলে জানিয়েছে পুলিস।

৭৮০ জন তীর্থযাত্রীকে কাছের একটি সেনাতাঁবুতে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।  সকাল থেকেই শুরু হয়েছে উদ্ধারকাজ। নিখোঁজদের হদিশ পেতে শুরু হয়েছে তল্লাসি।  হেলিকপ্টারে চাপিয়ে আহতদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।  বন্ধ করে দেওয়া হয়েছে শ্রীনগর-লেহ জাতীয় সড়ক। প্রচুর মানুষ সেখানে জড়ো হয়েছেন।

.