কালো টাকায় লাগাম পরাতে শেয়ারের দামে নজর রাখুক সেবি, সুপারিশ সিটের

কালো টাকায় লাগাম পরাতে শেয়ারের দাম বাড়ার ওপর নজর রাখুক সেবি। কালো টাকার তদন্তে গঠিত সিটের সুপারিশে এ কথা বলা হয়েছে।

Updated By: Jul 24, 2015, 11:32 PM IST
কালো টাকায় লাগাম পরাতে শেয়ারের দামে নজর রাখুক সেবি, সুপারিশ সিটের

ব্যুরো: কালো টাকায় লাগাম পরাতে শেয়ারের দাম বাড়ার ওপর নজর রাখুক সেবি। কালো টাকার তদন্তে গঠিত সিটের সুপারিশে এ কথা বলা হয়েছে।

সুপ্রিম কোর্টে আজ রিপোর্ট জমা দিয়েছে সিট। বেআইনি আর্থিক লেনদেন নিয়ন্ত্রণ করার জন্য পি নোটের অপব্যবহার যাতে না হয় তাও সেবির দেখা উচিত বলে মত প্রকাশ করেছে সিট। বেআইনি আর্থিক লেনদেনের জন্য ব্যবহৃত সেল কোম্পানিগুলি সম্পর্কে খোঁজ রাখতে SFIO, CBDT এবং ED-র একযোগে কাজ করা প্রয়োজন বলে শীর্ষ আদালতকে জানিয়েছে তারা। কালো টাকা নিয়ন্ত্রণে শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের যাবতীয় লেনদেন যাতে চেকের মাধ্যমে হয় তার ওপরও জোর দিয়েছে সিট।   

 

.