কোলিয়ারি বেসরকারি হাতে, ২৪ নভেম্বর দেশ জুড়ে ধর্মঘটের দাবি শ্রমিক সংগঠনগুলির
Updated By: Nov 19, 2014, 10:27 PM IST
আগামী ২৪ নভেম্বর দেশ জুড়ে কোলিয়ারি ধর্মঘটের ডাক দিল সিটু, আইএনটিইউসি সহ একাধিক শ্রমিক সংগঠন। কয়লা ব্লক বন্টনে পক্ষপাতের অভিযোগ তুলে এই ধর্মঘটের ডাক বলে জানিয়েছে শ্রমিক সংগঠনগুলি। তাদের অভিযোগ, কোলিয়ারিগুলি বেসরকারি হাতে গেলে ভাঁটা পড়বে কর্মসংস্থানে।
ব্লক থেকে উদ্বৃত্ত কয়লা খোলা বাজারে বিক্রির ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে শ্রমিক সংগঠনগুলি। তাদের দাবি, কোলিয়ারিগুলি কোল ইন্ডিয়ার তত্ত্বাবধানেই চলুক। তবে অবৈধ কয়লাকারবারীদের আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তারা।
আপাতত ২৪ নভেম্বর দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে শ্রমিক সংগঠনগুলি। দাবি মানা না হলে আন্দোলন চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে তারা।