প্রকাশিত হল সিবিএসসির দ্বাদশ শ্রেণীর ফলাফল, দেশের সম্ভাব্য সেরা দিল্লির এম গায়েত্রী
আজ প্রকাশিত হল সিবিএস-সির দ্বাদশ শ্রেণীর ফলাফল। এই বছর শীর্ষস্থান দখলে রাখলেন এক ছাত্রী। মোট ৫০০-এর মধ্যে ৪৯৬ (৯৯.২%) পেয়ে সারা দেশের মধ্যে সম্ভাব্য প্রথম দিল্লির সাকেতের নিউ গ্রিন ফিল্ডের পড়ুয়া এম গায়েত্রী। ৪৯৫ পেয়ে দ্বিতীয় নয়ডার অ্যামিটি ইন্টারন্যাশনল স্কুলের মিথিক মিশ্র।
ওয়েব ডেস্ক: আজ প্রকাশিত হল সিবিএস-সির দ্বাদশ শ্রেণীর ফলাফল। এই বছর শীর্ষস্থান দখলে রাখলেন এক ছাত্রী। মোট ৫০০-এর মধ্যে ৪৯৬ (৯৯.২%) পেয়ে সারা দেশের মধ্যে সম্ভাব্য প্রথম দিল্লির সাকেতের নিউ গ্রিন ফিল্ডের পড়ুয়া এম গায়েত্রী। ৪৯৫ পেয়ে দ্বিতীয় নয়ডার অ্যামিটি ইন্টারন্যাশনল স্কুলের মিথিক মিশ্র।
পাশের নিরিখেও ছাত্রদের টপকে গেল ছাত্রীরা। মেয়েদের মধ্যে পাশের হার ৮৭.৫৬%। অন্যদিকে, ৭৭.৭৭% ছেলেরা এ বছর সফল হয়েছে। সার্বিকভাবে এই বছর মোট কৃতকার্য ৮২%, যা গত বছরের (৮২.৭%) তুলনায় কিছুটা কম।
www.results.nic.in, www.cbseresults.nic.in, www.cbse.nic.in- এই তিনটি ওয়েবসাইটে মিলছে সিবিএসসি-র দ্বাদশ শ্রেণীর ফলাফল।
রেজাল্ট জানবার পদ্ধতি:
* অফিসিয়াল ওয়েবসাইটে (উপরে উল্লেখিত তিনটির মধ্যে যেকোনও একটি) যান।
* 'Results 2015' -এ ক্লিক করুন।
* নিজের ID এবং সিকিউরিটি কোড দিন।
* 'Show Result' -এ ক্লিক করুন।
এসএমএস ও ইন্টারেকটিভ ভয়েস রেসপন্স সিস্টেমের মাধ্যমেও রেসাল্ট জানা যাবে।
এই বছর মোট পরীক্ষার্থী ছিলেন ১০ লক্ষ ২৯ হাজার ৮৭৪জন। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ছিলেন ৬ লক্ষ ৩ হাজার ৬৪ ও ছাত্রী ছিলেন ৪ লক্ষ ২৬ হাজার ৮১০জন।