ঘোষণা হল স্টেন্টের নতুন দর, এবার ২৮,০০০-এই মিলবে DES

 ড্রাগ ইলিউটিং স্টেন্টের সর্বোচ্চ দাম হতে পারে ২৭,৮৯০ টাকা। মেটাল স্টেন্টের সর্বোচ্চ দাম হতে পারে ৭,৬৬০ টাকা। ২০১৯ সালের মার্চ প‌র্যন্ত লাগু থাকবে এই দর।

Updated By: Feb 13, 2018, 01:09 PM IST
ঘোষণা হল স্টেন্টের নতুন দর, এবার ২৮,০০০-এই মিলবে DES

ওয়েব ডেস্ক: স্টেন্টের দামের নতুন ঊর্ধ্বসীমা ঘোষণা করল ন্যাশনাল ফার্মাসিউটিকল প্রাইজিং অথরিটি। স্টেন্টের দর নির্ধারণে সংস্থাগুলির ‌যথেচ্ছাচার রুখতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। 

নতুন দর অনুসারে, ড্রাগ ইলিউটিং স্টেন্টের সর্বোচ্চ দাম হতে পারে ২৭,৮৯০ টাকা। মেটাল স্টেন্টের সর্বোচ্চ দাম হতে পারে ৭,৬৬০ টাকা। ২০১৯ সালের মার্চ প‌র্যন্ত লাগু থাকবে এই দর।

আরও পড়ুন - মুখ্যমন্ত্রীদের সম্পদের তালিকা প্রকাশ করল ADR, কোথায় রয়েছেন মমতা?

এর আগে ড্রাগ ইলিউটিং স্টেন্টের সর্বোচ্চ দাম ছিল ৩০,১৮০ টাকা। মেটাল স্টেন্টের সর্বোচ্চ দাম ছিল ৭,৪০০ টাকা। 

ন্যাশনাল ফার্মাসিউটিকাল প্রাইজিং অথরিটির তরফে জানানো হয়েছে, স্টেন্ট প্রস্তুতকারী সংস্থাগুলির ‌যথেচ্ছাচার নিয়ন্ত্রণ করতে দাম নিয়ন্ত্রণের বিধি আগামীতেও বলবৎ থাকবে।

নতুন দর লাগু হওয়ার পর সর্বোচ্চ ৮ শতাংশ মুনাফা করতে পারবে নির্মাতা সংস্থাগুলি।

.