অবিলম্বে নির্বাচনের দাবি বিজেপির, ক্রমশ জটিল হচ্ছে দিল্লির পরিস্থিতি
বুধবারও কয়লা কেলেঙ্কারিতে উত্তাল সংসদ। ক্যগের পেশ করা রিপোর্টে কয়লা ব্লক বণ্টন নিয়ে ব্যাপক দুর্নীতি সামনে চলে আসে। অভিযোগের আঙুল ওঠে খোদ প্রধানমন্ত্রীর দিকে। ইউপিএ সরকারের তৃতীয় বৃহত্তম দুর্নীতির জেরে কংগ্রেসের সঙ্গে কোনও রকম আপোষে যেতে নারাজ অবাম বিরোধী দলগুলি। প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবির পাশাপাশি অবিলম্বে নির্বাচনেরও দাবি তুলেছে বিজেপি।
বুধবারও কয়লা কেলেঙ্কারিতে উত্তাল সংসদ। ক্যগের পেশ করা রিপোর্টে কয়লা ব্লক বণ্টন নিয়ে ব্যাপক দুর্নীতি সামনে চলে আসে। অভিযোগের আঙুল ওঠে খোদ প্রধানমন্ত্রীর দিকে। ইউপিএ সরকারের তৃতীয় বৃহত্তম দুর্নীতির জেরে কংগ্রেসের সঙ্গে কোনও রকম আপোষে যেতে নারাজ অবাম বিরোধী দলগুলি। প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবির পাশাপাশি অবিলম্বে নির্বাচনেরও দাবি তুলেছে বিজেপি।
বিজেপি মুখপাত্র প্রকাশ জাভদেকর সংসদের বাইরে জানান, "দেশের ডাকাতি আমরা আর বরদাস্ত করব না। এই সরকারের চলে যাওয়া উচিত্, সেইসঙ্গে নতুন করে নির্বাচন করা দরকার"। ক্যাগ রিপোর্ট নিয়ে সংসদে কোনও রকম আলোচনায় না যাওয়ার সিদ্ধান্ত আগেই জানিয়ে দিয়েছিল বিজেপি শীর্ষ নেতৃত্ব। এপ্রসঙ্গে জাভদেকরের সওয়াল, "আলোচনায় যাওয়াটা আসলে কংগ্রেসের রাজনৈতিক কৌশল। তাঁর পিএসি অথবা সংসদীয় ব্যবস্থায় কোনওরকম সন্মান দেখায় না।" কংগ্রেস দেশবাসীর অস্থাভঙ্গ করেছে বলেও অভিযোগ করেন তিনি।
অগামী দিনেও সংসদে হট্টোগোলের মধ্যে দিয়েই বিজেপি প্রতিবাদ চালিয়ে যাওয়ার পক্ষপাতী। সেক্ষেত্রে অধিবেশনের কাজ কতটা সুচারু ভাবে চলবে তানিয়ে প্রশ্ন তুলেছে রাজনৈতিক মহল।