রেলের ২১ হাজার কোটি টাকার সংস্কারে ছাড়পত্র মন্ত্রিসভার
এককথায় রেলের পরিকাঠামো সম্প্রসার কর্মসূচি। যার জন্য খরচ পড়বে প্রায় ২১ হাজার কোটি টাকা। এই বিশাল পরিমাণ সংস্কার খরচে ছাড়পত্র দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। আজ রেলের তরফে সাংবাদিক বৈঠক করে একথা জানানো হয়েছে।
ওয়েব ডেস্ক : এককথায় রেলের পরিকাঠামো সম্প্রসার কর্মসূচি। যার জন্য খরচ পড়বে প্রায় ২১ হাজার কোটি টাকা। এই বিশাল পরিমাণ সংস্কার খরচে ছাড়পত্র দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। আজ রেলের তরফে সাংবাদিক বৈঠক করে একথা জানানো হয়েছে।
এই সংস্কারে ছাড়পত্র মেলায় রেলের সোনালি চতুর্ভুজ প্রকল্পে কাজে গতি আসবে। উপকৃত হবে পূর্ব, পশ্চিম, দক্ষিণ, মধ্য ও উত্তর-পূর্ব রেলের ১১টি রাজ্য। যার মধ্যে রয়েছে ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ওড়িশা, ছত্তিশগড়, মহারাষ্ট্র, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, আসাম। এর ফলে কয়লা, খনিজ, লোহা ও অন্য পণ সরবরাহের ক্ষেত্রেও দারুণ সুবিধা মিলবে। আরও নতুন প্যাসেঞ্জার ও M/E ট্রেন চালু করা হবে। উপকৃত হবে দেশের জনগণ। শুনে নিন সাংবাদিক বৈঠকটি,