কোন কোন রাজ্য ভূমিকম্পে কেঁপে উঠল?
রিখটার স্কেলে কম্পাঙ্কের তাপমাত্রা ৬.৮। ভূমিকম্পের কেন্দ্রস্থল মায়ানমার। ভূমিকম্পে কেঁপে ওঠে কলকাতা। মালদা, জলপাইগুড়ি, দক্ষিণ ২৪ পরগণা, উত্তর দিনাজপুর, পূর্ব মেদিনীপুর, বালুরঘাট, বীরভূমেও অনভূত হয় কম্পন। পশ্চিমবঙ্গ ছাড়াও ভিন রাজ্যেও কম্পন অনুভূত হয়। ভূমিকপম্পের প্রভাব সবথেকে বেশি দেখা গিয়েছে অসমে। তাছাড়াও বিহার, ত্রিপুরাতেও কম্পন অনূভূত হয়েছে। বুধবার দুপুর ৪টে ৮ নাগাদ প্রথম অনুভূত হয় কম্পন। দু দুবার কেঁপে ওঠে কলকাতা। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই।
ওয়েব ডেস্ক: রিখটার স্কেলে কম্পাঙ্কের তাপমাত্রা ৬.৮। ভূমিকম্পের কেন্দ্রস্থল মায়ানমার। ভূমিকম্পে কেঁপে ওঠে কলকাতা। মালদা, জলপাইগুড়ি, দক্ষিণ ২৪ পরগণা, উত্তর দিনাজপুর, পূর্ব মেদিনীপুর, বালুরঘাট, বীরভূমেও অনভূত হয় কম্পন। পশ্চিমবঙ্গ ছাড়াও ভিন রাজ্যেও কম্পন অনুভূত হয়। ভূমিকপম্পের প্রভাব সবথেকে বেশি দেখা গিয়েছে অসমে। তাছাড়াও বিহার, ত্রিপুরাতেও কম্পন অনূভূত হয়েছে। বুধবার দুপুর ৪টে ১২ নাগাদ প্রথম অনুভূত হয় কম্পন। দু দুবার কেঁপে ওঠে কলকাতা। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই।
মৃদু ভূমিকম্পে বার বার কেঁপে উঠল কলকাতা
According to European Mediterranean Seismological Centre,earthquake tremors of magnitude 7 felt 190 km SW of Mandalay(Myanmar),at 91km depth
— ANI (@ANI_news) August 24, 2016