একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে কেন্দ্রে আসছে মোদী সরকার, বলছে জি নিউজ, TALEEM সমীক্ষা
একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে কেন্দ্রে আসছে বিজেপি সরকার। প্রধানমন্ত্রী পদে আসীন হচ্ছেন নরেন্দ্র মোদী। জি নিউজ ও TALEEM রিসার্চ সেন্টারের ভোট পূর্ব দেশ জোড়া যৌথ সমীক্ষার দ্বিতীয় ফেজে উঠে এল এমনই তথ্য।
একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে কেন্দ্রে আসছে বিজেপি সরকার। প্রধানমন্ত্রী পদে আসীন হচ্ছেন নরেন্দ্র মোদী। জি নিউজ ও TALEEM রিসার্চ সেন্টারের ভোট পূর্ব দেশ জোড়া যৌথ সমীক্ষার দ্বিতীয় ফেজে উঠে এল এমনই তথ্য।
এই সমীক্ষা অনুযায়ী দেশের ৩৫.৭% ভোটার বিজেপির হয়ে ভোট দিতে ইচ্ছুক। ১৯.৯% ভোটার জানিয়েছেন তাঁরা কংগ্রেসকে ভোট দেবেন। এই তালিকায় তিন নম্বরে রয়েছে বিএসপি। দেশের ৩.৫% ভোটার ক্ষমতায় মায়াবতীর দলকে দেখতে চান। আম আদমি পার্টির পক্ষে রায় দিয়েছেন ২.৯% ভোটার। তৃণমূল কংগ্রেস ও সমাজবাদী পার্টির মত আঞ্চলিক দলগুলির স্বপক্ষেও মত দিয়েছেন ভোটাররা (উভয় ক্ষেত্রেই ২.১%)।
গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী রূপে দেখতে চান দেশের ৪৫.৭% জনতা। ২১.৩% ভোটার মত দিয়েছেন রাহুল গান্ধীর হয়ে। ভোটারদের পছন্দের ভিত্তিতে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন যথাক্রমে অরবিন্দ কেজরিওয়াল (৪%) ও মায়াবতী (৩.৭%)।
এই সমীক্ষা বলছে আসন্ন লোকসভা নির্বাচনে ২১৫ থেকে ২২৫টি আসন থাকবে বিজেপির দখলে। যেখানে কংগ্রেসের ১২১ থেকে ১৩২টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে।
সমীক্ষা বলছে এবারের নির্বাচনের মূল ইস্যুগুলি হতে চলেছে দ্রব্যমূল্য বৃদ্ধি (৬৫.৪%), দুর্নীতি (৪৬।৫%) ও বেকারত্ব (৪৫%)। এছাড়া অর্থনৈতিক উন্নতি, রাস্তা, বিদ্যুৎ, জল, নিরাপত্তার অভাবও এবারের নির্বাচনের ফলাফলের উপর প্রভাব ফেলতে পারে। অদ্ভুতভাবে মাত্র ৬.৯% ভোটার সাম্প্রদায়িকতাকে এবারের নির্বাচনের একটি ইস্যু বলে মনে করছেন।