Nadia| BGB: আরও বেপরোয়া বাংলাদেশ, চাপড়ায় এপার থেকে কৃষককে তুলে নিয়ে গেল বিজিবি

Nadia| BGB: স্ত্রী জানতে পারেন বাংলাদেশের সীমান্ত বাহিনীরা তার স্বামীকে ধরে নিয়ে গিয়েছে

Updated By: Jan 15, 2025, 01:47 PM IST
Nadia| BGB: আরও বেপরোয়া বাংলাদেশ, চাপড়ায় এপার থেকে কৃষককে তুলে নিয়ে গেল বিজিবি

অনুপ কুমার দাস: নদিয়ার চাপড়ার এক কৃষককে তুলে নিয়ে গেল বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী। এমনটাই অভিযোগ করলেন ওই কৃষকদের সঙ্গে কাজ করতে যাওয়া অন্যান্য গ্রামবাসীরা। মঙ্গলবার এমনটাই ঘটনা ঘটেছে চাপড়া থানার হৃদয়পুর সীমন্তে। ওই কৃষককে উদ্ধার করে আনার চেষ্টা করছে বিএসএফ।

আরও পড়ুন-বেড মিলল না ৬ হাসপাতালে! এসএসকেএম-এ ট্রলির উপরই চিকিৎসা দুর্ঘটনাগ্রস্তের...

রোজকার মতো মঙ্গলবারও হৃদয়পুর সীমান্তে কাঁটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ডের জমিতে কাজ করতে গিয়েছিলেন এক কৃষক। সেইসময় হঠাত্ বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী এসে তাকে তুলে নিয়ে যায়। এমনটাই অভিযোগ করেছেন তাঁর স্ত্রী ও তাঁর সঙ্গে কাটাতারের ওপারে কাজ করতে যাওয়া কৃষকরা। এনিয়ে রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়।  এর পর থেকে ওই এলাকায় চাষ করতে যেতে ভয় পাচ্ছেন কৃষকরা।

স্থানীয় সূত্রে খবর, প্রতিদিনের মতো কাঁটাতারের ওপারে যাওয়ার সময়ে বিএসএফের কাছে আধার জমা রেখে গিয়েছিলেন ওই কৃষক। দিন গড়িয়ে সন্ধে হয়ে যাওয়ার পরও কৃষকের স্ত্রী অন্যান্য কৃতকদের কাছ থেকে জানতে পারেন তাঁর স্বামীকে তুলে নিয়ে গিয়েছে বিজিবি। এদিকে, বাংলাদেশের সংবাদমাধ্য়মের খবর ওই কৃষক সোনা পাচার করতে গিয়ে ধরা পড়েছেন। তাকে নিয়ে যাওয়া হয়েছে মুজিবনগর থানায়। গোটা ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে নদিয়া জেলা প্রশাসন।

যে কৃষককে অপহরণ তার ভাইপো জানিয়েছেন, মোরসালিন শেখ রোজ ২১ নম্বর গেট দিয়ে যায়। এদিনও সেভাবেই গিয়েছিল। সম্প্রতি দেখা যাচ্ছে বাংলাদেশের কিছু লোক আমাদের দিকে এসে ঘুরে বেড়ায়। ওকে কীভাবে ধরে নিয়ে গেল তা বুঝতে পারছি না। আজ ওরা আমার কাকাকে অপহরণ করেছে। গোটা ঘটনা বিএসএফকে জানিয়েছি।    

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Tags:
.