‘এক দেশ ভাবনায় অটল বিজেপি, কাউকে ভয় পাই না’, জম্মুতে দাঁড়িয়ে হুঁশিয়ারি মোদীর
২০১৪ সালে এনডিএ- জোটে বিজেপি সঙ্গে হাত মিলিয়ে ভোটে লড়েছিল মেহবুবা মুফতির পিডিপি। ৬টি আসনে ৩টি বিজেপি এবং একটি পিডিপি পেয়েছিল
নিজস্ব প্রতিবেদন: প্রথম দফা ভোটের শেষে আরও এক বার জম্মুতে নরেন্দ্র মোদী। এ দিন তাঁর বক্তৃতার প্রায় ৮০ শতাংশ ছিল দেশের নিরাপত্তা, সেনার বীরত্ব এবং জাতীয়তাবাদকে কেন্দ্র করে। কাঠুয়ায় নরেন্দ্র মোদী শুধু কংগ্রেস নয়, ন্যাশনাল কনফারেন্স এবং পিডিপিকে কার্যত তুলোধনা করেন।
নরেন্দ্র মোদী প্রশ্ন তোলেন, “সার্জিক্যাল স্ট্রাইক, এয়ার স্ট্রাইকের কথা শুনলে কেন ভয় পায় কংগ্রেস?” কংগ্রেসের পরিবারতন্ত্র সংক্রান্ত সমালোচনা তো ছিলই, এ দিন মোদী বলেন, দেশের সেনার উপর ভরসা কোনও দিনই রাখেনি কংগ্রেস। কেন জানেন? ১৯৬২ সালের পুনরাবৃত্তি ঘটার আশঙ্কায় কংগ্রেস সন্ত্রাসবাদের বিরুদ্ধে কোনওদিন বড় পদক্ষেপ নেয়নি। উল্লেখ্য, ১৯৬২ সালে চিনের সঙ্গে যুদ্ধে গোহারা হারতে হয় তত্কালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর নেতৃত্বাধীন ভারতকে।
দেশে মোদী ঝড় এখনও অব্যাহত বলে দাবি করলেন বিদায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, গোটা দেশ ঘুরে দেখলাম। ২০১৪ সালের থেকে বেশি ঝড় লক্ষ্য করেছি। বিভিন্ন সমীক্ষা বলছে কংগ্রেসের থেকে ৩ গুণ বেশি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে বিজেপির। তাঁর খোঁচা, কংগ্রেসের বাঁচা মুশকিল। মোদী এ দিন বুঝিয়ে দেন এ দেশে কতখানি গুরুত্বপূর্ণ জাতীয়তাবাদ। তিনি বলেন, “রাজনীতি, নির্বাচন নিজের জায়গায়। নেতা আসবে যাবে। কিন্তু দেশ থাকবে। দেশ আছে বলেই জাতীয়তাবাদ রয়েছে।” এর পর বিরোধীদের এক হাত নিয়ে মোদীর অভিযোগ, জাতীয়তাবাদ নিয়ে মোদী কিছু বললেই তাদের গালি বলে মনে হয়। বিরোধীরা প্রশ্ন তোলে, মোদী শুধু জাতীয়তাবাদের কথা বলে। কিন্তু এটাই শেষ কথা বলে বুঝিয়ে দিন নরেন্দ্র মোদী।
আরও পড়ুন- দল ভরসা করে দায়িত্ব দিয়েছিল, সামলাতে পারেননি অল্পেশ, সাফাই হার্দিকের
২০১৪ সালে এনডিএ- জোটে বিজেপি সঙ্গে হাত মিলিয়ে ভোটে লড়েছিল মেহবুবা মুফতির পিডিপি। ৬টি আসনে ৩টি বিজেপি এবং একটি পিডিপি পেয়েছিল। পরিবর্তিত সময়ে জোট থেকে বেরিয়ে আসেন মেহবুবা মুফতি। এ দিন ন্যাশনাল কনফারেন্স এবং পিডিপি-কে একহাত নিয়ে মোদী বলেন, জম্মু-কাশ্মীর থেকে ভারতকে আলাদা করার হুমকি দিচ্ছে তারা। আগে পাকিস্তান পরমাণু বোমা নিয়ে হুমকি দিত। কিন্তু তাদের জেনে রাখা উচিত, জম্মু-কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ।
মোদী এ দিন ৩৭০ এবং ৩৫এ অনুচ্ছেদ নিয়ে কার্যত হুঁশিয়ারি সুরে বলেন, এক দেশে দুই বিধানের বিরোধিতা করেছিলেন খোদ শ্যাম্যাপ্রসাদ মুখার্জি। এই ভাবনায় অটল দেশের চৌকিদার। তিনি আরও বলেন, “আবদুল্লা-মুফতি পরিবার জম্মু-কাশ্মীরের উজ্বল ভবিষ্যত্ ধ্বংস করতে চাইছে। কিন্তু কারোর কাছে মোদী বিক্রি হয় না, ভয় পায় না, মাথা ঝোঁকায় না।”